বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদন:// নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ইং :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সফরকারী আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জয়ের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
স্বাগতিকরা প্রথম ওয়ানডে চার উইকেটে এবং দ্বিতীয়টি ৮৮ রানে জিতে নেয়।
এক অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী আফগানিস্তানকে হারানোর জন্য জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।