ফিজিও তহিদ রাসেল, চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
কবি, ছড়াকার ও গল্পকার গোলাম মাওলা জসিম। নব্বই দশক থেকেই তিনি লিখে আসছেন কবিতা, গল্প ও ছড়া। স্থানীয় ও জাতীয় দৈনিকে বিভিন্ন সময় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। এইছাড়া বাংলাদেশের স্বনামধন্য আবৃত্তিকারদের কন্ঠে তাঁর কবিতা বিভিন্ন অনুষ্ঠানে পঠিত হয়েছে।
নানাভাবে পরিবেশ দূষণ এবং চট্টগ্রামের অক্সিজেন হিসাবে খ্যাত সিআরবিতে সবুজ বানায়ন বিনষ্ট করে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তে তিনি বিচলিত হয়েছেন বারবার, তাইতো তিনি তাঁর লেখনীর মাধ্যমে বারবার প্রতিবাদ জানিয়েছেন নানা সময়। মূলত বৃক্ষের প্রতি তাঁর ভালোবাসা থেকে তিনি তাঁর কাব্যগ্রন্থ " বৃক্ষসোনা বইটিতে ৩৭ টি কবিতা লিপিবদ্ধ করেছেন।
কেটো না গাছগুলো কেটো না তোমরা√
গাছগুলো আমাদের বাঁচার ভ্রমরা√
দূরে যাও,সরে যাও এ বৃক্ষগুলো আমার
মাগো মা দেখো না, প্রতিদিন সকাল হলে সিআরবিতে একটু হাঁটতে যাই।
কবিতাগুলোতে তিনি প্রকৃতির প্রতি ভালোবাসা তুলে ধরেছেন।
সম্প্রতি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কাপ্তাই সাংস্কৃতিক একাডেমির আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে তাঁর বইটি উপহার হিসাবে প্রদান করেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
বইটির প্রচ্ছদ ও গ্রাফিক্স করেছেন সানজানা জসিম । প্রাকৃতিক নৈসর্গের শহর চট্টগ্রাম সিআরবি'র সবুজায়ন রক্ষায় আন্দোলনকৃত সকল নিবেদিত প্রাণ সংস্কৃতিকর্মী ও সংগঠনের প্রতি উৎসর্গিত বইটির পরিবেশক ঢাকার বিজয় প্রকাশন। বইটির প্রকাশক ও গ্রন্থস্বত্ত ডাঃ নুসরাত শহীদ। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা যা বিভিন্ন বই মেলায় পাওয়া যাবে।