শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন
বারহাট্টায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা প্রতিনিধি : বারহাট্টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
বৃহস্পতিবার (১৭ র্মাচ) সকালে এ উপলক্ষে বারহাট্টা উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা আ. লীগ ও সহযোগী সংগঠনসমূহ, বারহাট্টা উপজেলা পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে জন্মবার্ষিকীর কর্মসূচির শুভ সূচনা করা হয়। বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শত ক্ষুদে মুজিবের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান ও স্বাস্থ্যসেবাসহ উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ভার্চুয়াল আলোচনা সভা। সেই সাথে উপজেলার সকল মসজিদে দোয়া মাহফিল ও বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।
এছাড়াও উপজেলা হাসপাতাল, শিশু পরিবার ও এতিমখানায় মিষ্টান্ন ও উন্নতমানের খাবার পরিবেশন, সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আতশবাজি, ফানুস উড্ডয়ন কর্মসূচি পালিত হয়। পরে কেক কাটা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাশেম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আজিজুর রহমান খান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল কবীর খোকন, সহকারি কমিশনার ভূমি সানজিদা চৌধুরী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাকিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক দীপক কুমার সাহা সেন্টু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক, সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ।
সোহেল খান দূর্জয়
নেত্রকোনা প্রতিনিধি
১৭.০৩.২০২২ ইং