শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন
সোহেল খান দূর্জয় নেত্রকোনা প্রতিনিধি : নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
নেত্রকোনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নেত্রকোনা জেলা শহরের সাতপাই স্মৃতি স্তম্ভে সকাল সাড়ে ৬টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এর আগে থেকেই বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে স্বাধীনতা স্তম্ভ এ হাজার হাজার মানুষ পুষ্পার্ঘ অর্পণ করতে উপস্থিত হয়।
এতে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদন পর্বে নেত্রকোনা বারহাট্টা ২ আসনের সংসদ সদস্য সমাজ কল্যান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এরপর নেত্রকোনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, নেত্রকোনা জেলা পরিষদ, নেত্রকোনা পৌরসভা, উপজেলা পরিষদ, নেত্রকোনা জেলা প্রেসক্লাব, বিভিন্ন এনজিও সহ একাধিক সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালি, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান মানিক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, পৌর আওয়ামীলীগ সভাপতি অর্পিতা খানম সুমি, সাধারণ সম্পাদক টিটু রায় দত্ত, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা নূরুল আমিন প্রমুখ।
এছাড়া নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামে কুচকাওয়াজ, আলোচনা সভা , এবং এই দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
অন্যদিকে বারহাট্টা উপজেলা প্রশাসনের আয়োজনে বারহাট্টা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাশেম, এসময় আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি সানজিদা চৌধুরী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাকিবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তানভীর আহমেদ, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ লুৎফুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুল ওয়াহেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ অফিসার শিহাব উদ্দিন, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, বারহাট্টা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মাসুম খান, উপজেলা আইসিটি অফিসার পাপন চন্দ্র, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিনয় শর্মা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম, উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা সমবায় অফিসার, উপজেলা পাটবস্ত্র অফিসার, উপজেলা আনসার অফিসার, উপজেলা খাদ্য অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার লতিফুর রহমান,সহ আওয়ামীলীগের অঙ্গ সঙ্গঠনের সকল নেতাকর্মী বৃন্দ।
এছাড়াও নেত্রকোনার সকল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।
২৬.০৩.২০২২ ইং