মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন
১৬ এপ্রিল ২০২২ রোজ শনিবার বেলা ১২ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম নাসিরনগরের ভলাকুট ও কুন্ডা ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা ও আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে আসেন। এ সময় সাথে ছিলেন নাসিরনগর উপজেলা চেয়ারম্যান মোঃ রাফি উদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান খান শাওন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, কুন্ডা ও ভলাকুট ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ নবী হোসেন, কুন্ডা ও ভলাকুট ইউপি চেয়ারম্যান এড. নাছির উদ্দিন ভূইয়া ও রুবেল মিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।
এ সময় তিনি ভলাকুট ইউনিয়নে ক্ষতিগ্রস্থ বিভিন্ন পরিবারের লোকজনের সাথে কথা বলেন। পরে ভলাকুট ও রানিয়াচং আশ্রয়ন প্রকল্প দুটি পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান খান শাওন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান ঘুর্ণি ঝড়ে উপজেলায় ৩১৩টি পরিবার ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে। তাছাড়াও কৃষিতে ১৭৮২ জন কৃষকের ক্ষতিসহ প্রাইমারী স্কুল, ইউনিয়ন পরিষদ, মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ ৬টি প্রতিষ্ঠানেরও ক্ষতি হয়েছে। তারা জানান ইতোমধ্যে ক্ষতিগ্রস্থ ৩১৩ পরিবারের মাঝে ২৫ কেজি করে চাউল বিতরন করা হয়েছে এবং বেশী ক্ষতিগ্রস্থ ৩১৩ পরিবারের জন্য ২ বান্ডিল করে ঢেউটিনের আবেদন করা হয়েছে। তিনি ক্ষতিগ্রস্থদের সাথে মতবিনিময় শেষে তাদের বিষয়ে দুঃখ প্রকাশ করেন। পরবর্তীতে জেলা প্রশাসক সকল ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।