সংগ্ৰাম সীমান্ত দিয়ে অবৈধ পথে অনুপ্রবেশ করতে গিয়ে চোরাকারবারী সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউ/পি'র মামার বাজারে হোটেল ব্যবসায়ী মোঃ জুলহাস মিয়ার মেয়ের জামাই, মামার বাজারের অস্থায়ী বাসিন্দা ভাড়াটিয়া মৃত্যু তারা মিয়ার ছেলে মো. আবু কালাম আজাদ, সংগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যদের হাতে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে ভারতীয় ৪ হাজার রুপি ও মোটরসাইকেল সহ আটক হয়েছে । শনিবার বিকেলে দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১২৭৩ এর সংলগ্ন এলাকার জিরো পয়েন্ট থেকে এই যুবককে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবি'র হাতে আটক মো. আবু কালাম আজাদের জম্মস্থান কিশোরগঞ্জ জেলায়। সে জাফলংয়ে দীর্ঘদিন যাবত বসবাস করে এবং সময়ে বিভিন্ন প্রশাসনের আত্মীয় পরিচয় দিয়ে থাকেন ও সাংবাদিকতার পরিচয় ও বর্তমান জাফলং ফটোগ্রাফার স্টুডিও মালিক সমিতির সাধারণ সম্পাদক এসব পদবীর বিস্তার দেখিয়ে সে সীমান্তে চোরাকারবারীদের কাছ থেকে বিভিন্ন সময় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে চাদাঁবাজি করে আসছে।
সীমান্তে বিজিবি’র সংগ্রাম ক্যাম্প ৪৮ ব্যাটালিয়নের ক্যাম্পের নায়েব সুবেদার জানান, দীর্ঘদিন থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে ওই যুবক ভারতে প্রবেশ করে বাংলাদেশের গোপন তথ্য পাচার করে । এবং ভারতে যাওয়া আসা করে এছাড়াও বিভিন্ন সময় সে চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের দেশ থেকে ভারতে যাতায়াতে সহযোগিতা করে এবং প্রশাসনের নাম ভাঙ্গিয়ে দৈনিক হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে সংগ্রাম বিজিবির টহল দল শনিবার তাকে ভারতীয় রুপি ও দুটি স্মার্ট ফোন ভারতীয় সিম মোটরসাইকেল সহ আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওই যুবকের সাথে ভারতীয় রুপি স্মার্ট ফোন ভারতীয় সিম মোটরসাইকেল আছে বলে নিশ্চিত হয় । বিজিবি'র টহল সদস্যরা আটক যুবক বিজিবি কে জানায় সে সীমান্তে চোরাচালানের সঙ্গে জড়িত এবং ভারতের চোরাচালানেরc টাকা লেনদেনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রবেশ করতে যায় এবং দৈনিক চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা উত্তোলন করতে ঐখানে অবস্থান করে তখন টহলের বিজিবি সন্দেহ হলে তাকে আটক করে। পরে তাকে সংগ্রাম ক্যাম্পের বিজিবি গোয়াইনঘাট থানায় হস্তান্তর করেন ।
এ বিষয়ে জানতে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত ওসি ওমর ফারুকের সাথে আলাপ করলে তিনি জানান, বিজিবি'র আটক করা আসামি মো. আবু কালাম আজাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে ও ভারতীয় চোরাকারবারী ও ভারতীয় ৪ হাজার রুপি স্মার্ট ফোন ভারতীয় সিম মোটরসাইকেল থাকায় একটি মামলা হয়েছে। তাকে আজ রবিবার সকালে সিলেট জেল হাজতে পাঠানো হবে।