গত(২৬শে এপ্রিল)২০২২ইং মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে সারাদেশের ন্যায় কালীগঞ্জ উপজেলার ভুমিহীনদের মাঝে গৃহ ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে দেন জনাব নুরুজ্জামান আহমেদ,এম পি মাননীয় মন্ত্রী,সমাজকল্যাণ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি বলেছেন, বাংলাদেশে কখনো শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে না। আমাদের অর্থনীতির ভিত অনেক গভীর ও মজবুত। স্বাধীনতাবিরোধী চক্র শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তুলনা করে নতুন ষড়যন্ত্র রচনা করছে। তাদের এ মিথ্যাচার দেশের ১৭ কোটি মানুষ প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনার নেতৃত্বে এদেশের ভূমিহীন ও গৃহহীন জনগণকে জমি ও গৃহ প্রদান ইতিহাসে অমর হয়ে থাকবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন বাস্তবে রূপ নিচ্ছে। বিশ্বের বুকে ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি,রংপুর বিভাগের দুই দুইবারের শ্রেষ্ট কালীগঞ্জ উপজেলা পরিষদের ২ বারের সফল চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় দরিদ্র মানুষের জন্য তারমধ্যে অন্যতম হচ্ছে অসহায় ভূমিহীন গৃহহীন মানুষদের জন্য বাসস্থান নির্মাণ করা। মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে এ প্রকল্পটির বাস্তবায়ন কাজ করে যাচ্ছেন। সারা বাংলাদেশে ও কালীগঞ্জে অসংখ্য ভূমিহীন মানুষ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য যেন বাসস্থান নির্মাণ করতে পারেন সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আপনারা একটি কথা মনে রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা অঙ্গীকার করেন সেটা তিনি বাস্তবায়ন করেন।তিনি আরো বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশের সকল গরিব দুঃখী অসহায় মানুষের মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী এ দেশের অসহায় গরীব দুঃখী মানুষের কথা চিন্তা করেন এবং তাদের জন্য কাজ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুধু আশ্রয়ন প্রকল্পে নয়, শিক্ষা স্বাস্থ্য, বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ও জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ তৌহিদুর রহমান, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান সনি, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদুজ্জামান, উপজেলা প্রকৌশলী আবু তাহের মোঃ শামসুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ কমল কৃষ্ণ সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সহিদার রহমান, অবসরপ্রাপ্ত অধ্যাপক মিজানুর রহমান, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সাঈদসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সুবিধাভোগী পরিবার।