সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন
দেশ সেবা সংস্থার উদ্যোগে ২৫ এপ্রিল সোমবার খিলক্ষেত বনরুপায় পথশিশু ইস্কলে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
প্রায় (৫০০)জন অসহায় এতিম দুস্ত পথশিশুদের মাঝে বিতরন কারেন এতে প্রধান অতিথি মোঃ নাসিম রহমান ফানাম গ্রপ এর ব্যবস্থাপনা পরিচারক,ও বিশেষ অতিথি হিসেবে অংশ নেন।সৈয়দ তামভীর ইমাম ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন দেশ সেবা সংস্থার ভাইস চেয়ারম্যান নাজমা হোসেন বলেন আমরা দেশের অবহেলিত মানুষের পাশে থেকে তাদের কল্যানে কিছু করাটাই আমাদের মুল লক্ষ নাজমা হোসেনের, উদ্যোগে সার্বিক পরিচালনায়
অনুষ্ঠানটি সুন্দার বাবে কারেন দেশ সেবা সংস্থার প্রজেক্ট ডিরেক্টর, মোঃ আমজাদ হোসেন, আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ হারুন সিকদার, ও পথশিশু ইস্কলের পরিচালক মোজামেল হোসেন মোঃ সাকিল হোসান দেশ সেবা সংস্থার সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দেশ সেবা সংস্থার সকল পরিচালক দের পরিবারের সবার দীর্ঘায়ু এবং দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।