শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১৪ অপরাহ্ন
গোয়াইনঘাটের বিভিন্ন স্পটের চাঁদার টাকায় লোকজন ম্যানেজ করতেই ‘ঈদ উপঢৌকন’ লেখা সম্বলিত ১(একহাজার) লাল পাঞ্জাবি বিতরণ করেন তিনি নিজেই এবং তার নিয়োগকৃত লোকজন।
শ্রেণিবিদ্বেষ অনুযায়ী কয়েকজনকে তার সিএ ফোন করে উপহার নেয়ার অনুরোধ করেন। তবে ইউএনও’ র এই উপহার প্রত্যাখান করে তা ফিরিয়ে দিয়েছেন একজন আওয়ামী লীগ নেতা ও ২ জন ইউপি চেয়ারম্যান।
দুই চেয়ারম্যান হলেন গোলাম কিবরিয়া হেলাল ও আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন সবাইকে ম্যানেজ করতে লাল কালারের আড়ং ব্র্যান্ডের এই এক হাজার পাঞ্জাবী রমজানের মাঝামাঝি সময়ে অর্ডার করেন বিতর্কিত এই ইউএনও। ২৫ রমজান সিলেটের আড়ং থেকে তার সিএ, গাড়ি ড্রাইভার এই পাঞ্জাবী সংগ্রহ করেন। ৩,৬৪৯ টাকা দামের প্রতিটি পাঞ্জাবী আকর্ষণীয় ও কারুকাজ সম্বলিত বলে জানিয়েছেন আড়ংয়ের একজন কর্মকর্তা। ২৫ রমজানেই পাঞ্জাবিগুলো আড়ং থেকে নেওয়া হয়েছে। এসব নিয়ে স্হানীয় সচেতন মহলের প্রশ্ন করে বলেন যে
উপজেলা নির্বাহী কর্মকর্তার মাসিক সেলারি কত ? ১০ লাখ টাকা যদি মাসিক সেলারি হয়, তবে এত লাখ টাকা খরচ করে উপহার দিতেই পারেন তিনি !!! আর যদি তা না হয় তবে, কোন খাত থেকে তিনি এই টাকা পেলেন তার হিসেব জানারও অধিকার রাখে জনগণের।