আজ সকালে শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তাদের ১৩১ জনের পেনশনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের সামনে দিয়ে এই বিক্ষোভ মিছিলে তাদের দাবি পেশ করেন।
কর্মচারী কল্যাণ সমিতির সংগ্রামী সভাপতি এফ এম ফিরোজ আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুল হক সরকার; কর্মচারী কল্যাণ সমিতির অন্যতম নেতা মো হারুন-অর-রশিদ আওরঙ্গ; সংগঠনের মহিলা নেত্রী নার্গিস আক্তার নিলা ও মোঃ আবুল হোসেন জিয়াউর রহমান আব্দুল মালেক মোঃ সাখাওয়াত হোসেন কাইয়ুম হাসান আব্দুস সালাম
সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা এবং কর্মচারীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, আমরা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তা হিসেবে পেনশন প্রাপ্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপকার করোনা মহামারীতে স্বাস্থ্যসেবায় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের এই ব্যবস্থা করে দিলেও বর্তমানে কিছু অসাধু স্বার্থান্বেষী ব্যক্তির কারণে আমরা এ পেনশন থেকে বঞ্চিত হচ্ছি। সরকারি নিয়ম অনুযায়ী রাজস্বখাত ভূক্ত পেনশনের সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও একটি মহলের কারণে কর্মচারীরা পেনশন থেকে বঞ্চিত আমাদের সাথের 11 জন নার্স অন্যত্র বদলী হয়ে গিয়েছে আমাদের সাথের একজন এল পি আরে গিয়েছে শূন্য হাতে সে মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছে আমরা যারা কর্মরত আছি সবাই মানসিক হতাশার মধ্যে আছি যদি আমাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া না হয় তবে আমাদের এই আন্দোলন আরও জোরালো হবে।