মোঃ সোহাগ রহমান সুজন,
নিজস্ব প্রতিনিধি: নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
নওগাঁর মান্দায় বানডুবি হাজী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিফল চন্দ্র মন্ডল ঐ প্রতিষ্ঠান ৭ম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন উপজেলার ২নং ভালাইন ইউপির জামদই গ্রামের মজিদুল ইসলামের ছেলে নাহিদ হোসেন(১৩), ও চকজামদই গ্রামের রুবেল মণ্ডলের ছেলে আইয়ুব আলী (১৫), তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই দুই ছাত্রের অভিভাবক বাদী হয়ে মান্দা থানা দুটি পৃথক অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায় ২৩/০৫/২২ইং তারিখে দুপুর ১:১০ ঘটিকার সময় মধ্যাহ্নভোজ বিরতিতে কিছু ছাত্র হৈ চৈ করে সিঁড়ি দিয়ে নামছিল এ জন্য প্রধান শিক্ষক বিফল চন্দ্র মন্ডল ক্ষিপ্ত হয়ে লাঠি হাতে তেড়ে আসে এবং কয়েকজন ছাত্রকে এলোপাতাড়ি মারপিট করেন এতে তারা শারীরিকভাবে ও মানসিকভাবে আহত হন। তবে আহত ছাত্র আইয়ুব আলী ও নাহিদের দাবি আমরা কোন হৈচৈ করিনি ক্লাস রুমে বসে ছিলাম, আর যারা হৈচৈ করেছে তারা বাহিরে চলে গিয়েছিল এরপরও প্রধান শিক্ষক আমাদের কোন কথা না শুনে এলোপাতাড়ি মারপিট করেছেন।
এ ঘটনায় বানডুবি হাজী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ছাত্রদের পিটিয়ে আহত করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফেরাতে যা করা দরকার আমি তাই করেছি।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তবে বিষয়টি শিক্ষা সম্পর্কিত হওয়ায় শিক্ষা কর্মকর্তা এবং ইউএনও মহোদয় বিষয়টি দেখছেন।