শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
গতকাল ১৬আগস্ট মঙ্গলবার উত্তরা সার্বজনীন পূজা কমিটির আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরার ০৭ নম্বর সেক্টরস্থ রবীন্দ্র সরণীর পশ্চিম প্রান্তে অবস্থিত বঙ্গবন্ধু মুক্তমঞ্চে রাত সাড়ে ৮ টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান।
আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটি শুরু হবার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে শ্রী দীপক ঘোষ,শ্রী সুদেব পালের কবিতা আবৃত্তি অনুষ্ঠানে এক ভিন্নমাত্রা যোগ করে। এছাড়াও উত্তরা সার্বজনীন পূজা কমিটির নিরাপত্তা বিষয়ক সম্পাদক শ্রী শিবনাথ দাস”মুজিব বাইয়া যাওরে” গানটি পরিবেশনের মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবুর রহমানের প্রতি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করে কয়েক মুহূর্তের জন্য উপস্থিত সকলকেই স্মৃতিকাতর করে আবেগাপ্লুত করে তোলেন। উত্তরা সার্বজনীন পূজা কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী পরিমল কুমার রায়ের পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উত্তরা সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক শ্রী ননী গোপাল ঘোষ। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহন করেন যুগ্ম অর্থ সম্পাদক কাঁলাচাদ বসাক, সহ-সভাপতি নীপেন্দ্র নাথ সিকদার,উত্তরা পশ্চিম থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহেদ সিদ্দিকি। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাবিব হাসান বলেন আমাদেরকে খেয়াল রাখতে হবে ৭৫ এর প্রেতাত্মারা যেনো কোনভাবেই আরেকটি ১৫ আগষ্ট সৃষ্টি করতে না পারে। শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়েনেবার প্রদীপ্ত প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী কুমার টিটু