admin
- ২০ আগস্ট, ২০২২ / ২৩৯ Time View
এম এ কাদের, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে পেশাদার ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে গোপন সূত্রে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন ভূইয়া, সঙ্গীয় অফিসার এএসআই কামরুজ্জামান, এএসআই ইমরান আহমেদ এর নেতৃত্বে ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর দল দিঘীরপাড় নামক স্থানে অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নগদ ২ হাজার ৬৯০ টাকা, ৩ সেট তাস ও ১টি প্লাস্টিকের রেকসিন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দওপাড়া গ্রামের মৃত আব্দুল শহিদ এর ছেলে সেরু মিয়া (৫২),সুলতানপুর গ্রামের ফরিদ হোসেন এর ছেলে নুরুল ইসলাম (৪৫), রসুলপুর গ্রামের মনির হোসেন এর ছেলে আব্দুল কাইয়ুম ছুট্রো মিয়া (২৬),কালিকাপুর গ্রামের আবুল হোসেন এর ছেলে শিপন মিয়া(২৪) ও ধর্মঘরের মোঃফারুক মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাশিমনগর ফাঁড়ি পুলিশের নেতৃত্বে জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।