রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্কের আলোচনা সভায় বক্তারা মওলানা ছিলেন রাজনীতিকদের আইকনিক নেতা  তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার তুরাগের বউবাজার মার্কেট উচেছদের প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে’ সরকারই সিদ্ধান্ত নেবে  প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন

রামপালে ৩ আনসার ব্যাটালিয়ন’র অভিযানে বিপুল পরিমাণ তামার তার ও মটর সাইকেল উদ্ধার: আটক ০১

 রামপাল(বাগেরহাট)প্রতিনিধি: নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

 

 বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের সীমানা লাগোয়া জঙ্গল থেকে  ৩৪০ কেজি তামার তার, ০১টি মটর সাইকেল ও চোর চক্রের এক সদস্যকে আটক করেছে ৩ আনসার ব্যাটালিয়ন, রামপাল ক্যাম্প’র সদস্যবৃন্দ। ৩১ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২.০০ ঘটিকায় তিন আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক ও উপপরিচালক চন্দন বিশ্বাস এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

আনসার ব্যাটালিয়ন দেয়া তথ্য সূত্রে জানা গেছে যে,  ৩ আনসার ব্যাটালিয়ন, রামপাল ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ৩১/০৮/২০২২ খ্রি. তারিখ দিবাগত রাত আনুমানিক ২.০০ ঘটিকায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিতর থেকে বিপুল পরিমান তামার তার পাচার করা হবে। উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথের নির্দেশনায় চৌকশ আভিযানিক দলটি বিদ্যুৎ কেন্দ্রের পেছনের দিকে লাগোয়া সীমানার আশেপাশে অবস্থান নেয়। পরবর্তীতে উক্ত স্থানে পাচার করার উদ্দেশ্যে জমাকৃত তামার তার উদ্ধারে অভিযান পরিচালিত হয়। তল্লাশিকালে চোর চক্রের লুকিয়ে রাখা ৩৪০ কেজি তামার তার, ০১ টি মটর সাইকেল জব্দ করা হয় এবং চোরাকারবারির সাথে জড়িত উপজেলার গৌরম্ভা ইউনিয়নের আদাঘাট এলাকার মো: নুরুদ্দীন এর পুত্র মোঃ আশরাফুল হাওলাদার (৩১) কে আটক করা হয়। উদ্ধারকৃত তামার তারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫,৪০,০০০/- (পাঁচ লক্ষ চল্লিশ হাজার) টাকা। ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ সাংবাদিকদের বলেছেন যে এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক উদ্ধারকৃত মালামাল ও চোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য ৩ আনসার ব্যাটালিয়ন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব নেয়া হতে অদ্যবধি একাধিক অভিযানের মাধ্যমে তামার তার, জিআই পাইপ,  লোহার পাইপ সহ প্রায় ৩০,০০০০০/-(ত্রিশ লক্ষ)  টাকার মালামাল উদ্ধার করেছে।

মল্লিক জামান

রামপাল, বাগেরহাট

তাং-৩১-০৮-২০২২

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com