শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন
নেত্রকোনার বারহাট্টায় বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন ভন্ডুল করে দেওয়া হয়েছে। শনিবার দুপুর ২টায় সম্মেলন শুরুর কথা ছিল। তার আগে দেড়টার দিকে সম্মেলনের মঞ্চ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বিএনপির অভিযোগ, উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা মঞ্চে ভাঙচুর করে আগুন দেয়।
জানা যায়, উপজেলা বিএনপি শনিবার বারহাট্টা-সদরের
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য ও বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল কাশেমের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে বিএনপির সম্মেলন মঞ্চ ভাঙচুর করে আগুন দেয় বলে অভিযো বিএনপির।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাশেম এই প্রতিনিধিকে বলেন, বিএনপি সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তারা গতকাল (শুক্রবার) নেত্রকোনা সদরে বিএনপির প্রতিষ্ঠাবর্ষিক
উপজেলা বিএনপির আহ্বায়ক মোশতাক আহমেদ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও বারহাট্টা উপজেলার সাবেক চেয়ারম্যান মানিক আজাদ বলেন, আমরা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের জন্য পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে অত্যন্ত ছোট পরিসরে একটি সম্মেলন করার প্রস্তুতি নেই। কিন্তু আজ দুপুরে উপজেলার বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে কয়েকজন দলীয় নেতাকর্মী দেশীয় অস্ত্রসহ আমাদের সম্মেলন পণ্ড করে দেয় এবং মঞ্চে আগুন লাগিয়ে দেয়।
নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক জানান, আমরা পুলিশ প্রশাসনের অনুমতি নিয়েই সম্মেলনের তারিখ নির্ধারণ করি। কিন্তু আজ দুপুর দেড়টার সময় বর্তমান উপজেলা চেয়ারম্যান অতর্কিত ভাবে লোকজন নিয়ে আমাদের মঞ্চ ভাঙচুর করে এবং পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। আমরা আমাদের শান্তিপূর্ণ সম্মেলনে এমন অতর্কিত হামলার তীব্র নিন্দা জানাই।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুল হক বলেন, মঞ্চ ভাঙচুর বা আগুন লাগানোর ব্যাপারে আমাদের কাছে কেউ অভিযোগ জানায়নি।