আগামী ডিসেম্বরে মেট্রোরেলের উদ্বোধন করা হবে। মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা।
আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বিনা ভাড়ায় মেট্রোরেল ভ্রমণ করতে পারবেন।’ছাত্র-ছাত্রীদের ভাড়ার বিষয়টি কি হবে তা এখনও ঠিক করা হয়নি বলে জানান সেতুমন্ত্রী। এ নিয়ে পরে আলোচনা করা হবে।
ওবায়দুল কাদের বলেন, ‘এটা ফাইনাল ভাড়া। বিরোধীরা সমালোচনা করুক, আমরা কাজ করে সেটার জবাব দিবো।’
সেপ্টেম্বর ০৬,২০২২