শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার তুরাগের বউবাজার মার্কেট উচেছদের প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে’ সরকারই সিদ্ধান্ত নেবে  প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’ নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ডয়চে ভেলেকে বলেন, 

মাধবপুরে দিনব্যাপী বুনিয়াদি সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

প্রেস বিজ্ঞপ্তিঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় আয়োজন করা হয়েছে দিনব্যাপী বুনিয়াদি সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা।

সংবাদ লেখার কৌশলকে বাস্তবসম্মত ও সময় উপযোগী করে গড়ে তুলতে, এফআইআর টিভি অনলাইন ডট কম এর আয়োজনে-মাধবপুরে দিনব্যাপী সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

দিনব্যাপী এই প্রশিক্ষণে থাকবে:- প্রতিবেদন লেখার কৌশল, সাংবাদিক ও সাংবাদিকতার পার্থক্য, প্রতিবেদনের গঠন প্রণালী সাংবাদিকতার প্রাথমিক ধারণা, সাংবাদিকতার ও সংবাদপত্রের ইতিহাস।

দেশে বিদ্যমান রয়েছে ৩৫টি স্যাটেলাইট টিভি চ্যানেল, অনুমোদনসহ খুব শীঘ্রই সম্প্রচারে যাচ্ছে আরও ১০টি স্যাটেলাইট চ্যানেল। তাদের দরকার দক্ষ টিভি প্রেজেন্টার বা দক্ষ মিডিয়া কর্মী। সুতরাং, নিজেকে একটু দক্ষভাবে গড়ে তুলতে পারলেই মিডিয়াতে ক্যারিয়ার গড়ার অফুরন্ত সম্ভবনা রয়েছে।ক্যারিয়ার গড়তে বর্তমান সময়ের সেরা ও দক্ষ ইনস্টিটিউটের ডিজিটাল প্লাটফর্মে, প্রফেশনাল প্রশিক্ষকদের তত্ত্বাবধানে হাতে কলমে এবং সরাসরি প্রশিক্ষণ নিন। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদানসহ চাকরির জন্য সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

সম্মানজনক এই পেশায় দিনের পর দিন চ্যালেঞ্জটা কিন্তু বেড়েই চলেছে। তাই যারা মিডিয়াতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তারা হয়তো কোন প্রশিক্ষণ বা একটি কোর্স করার কথা ভাবছেন। কিন্তু জানেন তো? একজন সফল ও দক্ষ মিডিয়া কর্মী হতে হলে কিংবা এধরণের পেশায় সুযোগ পেয়ে উজ্জ্বল ক্যারিয়ার গড়তে হলে অবশ্যই নিতে হবে উন্নত, আধুনিক ও ডিজিটাল প্লাটফর্মে সঠিক এবং উক্ত পেশার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ের উপর পূর্ণাঙ্গ প্রশিক্ষণ। প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকবে News Script Writing & Editing.

প্রশিক্ষক: সাংবাদিক রাহুল রাজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ঢাকা বিশ্ববিদ্যালয়।প্রাথমিক উন্নয়ন প্রশিক্ষক (পিআইবি) এবং ক্রীড়া সম্পাদক দৈনিক খোলা কাগজ।

আবেদনের শেষ তারিখঃ ২২শে সেপ্টেম্বর।

প্রশিক্ষণঃ ২৪শে সেপ্টেম্বর ২০২২ ইং, শনিবার
সময়: সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।

আসন সংখ্যা সীমিত (২০)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচ এস সি
নিবন্ধন ফি – ৫৫০/- টাকা।

বিঃদ্রঃ প্রশিক্ষণার্থীদের জন্য, মধ্যাহ্নভোজ ও প্রশিক্ষণ শেষে সনদের ব্যবস্থা রয়েছে।

কোর্স কো-অর্ডিনেটর
সাংবাদিক এম এ কাদের
সাবেক প্রতিনিধি মাইটিভি
ম্যানেজিং ডিরেক্টর
এফআইআর টিভি অনলাইন ডট কম।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com