শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ // এম সােজদুল ইসলাম(সাগর), নবাবগঞ্জ, দিনাজপুর
গত তাং ১৩-০৯-২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান বজ্রপাত থেকে রক্ষা পেত নবাবগঞ্জ উপেজলার
দাউদপুর ইউিনয়েনর বিভন্ন রাস্তায় মঙ্গলবার দুপুরে এক হাজার তাল গাছের চারা রোপন কর্মসূিচ
উব্দ্বধন করেন দাউদপুর ইউিনয়েনর চেয়ারম্যান মো: আহসান হাবিব।
ইউিপ চেয়ারম্যান আহসান বলেন, বজ্রপােত প্রাণহানি থেকে রক্ষা ও প্রাকৃিতক দুর্যাগ
মোকােবলায় তাল গাছের চারার গুরুত্ব অপিরসীম।
তিন আরো বলেন, প্রতিটি বৃক্ষ আমাদের দেশর প্রাকৃিতক দূর্যাগ থেকে জনজীবন রক্ষায়
বেশ ভূমিকা পালন করবেন । গাছ ফুল, ফল, অর্থ পাশাপািশ পরিবেশ ভারসাম্য বজায় রাখেছ।
তালগাছ মূলত বজ্রপােতর হাত থেকে জন জীবনেক রক্ষা করবেন । যার যত টুকু ফাঁকা জায়গা আছে
সেখানে একটি হলেও বৃক্ষ রোপণ করি। সবাই অন্তত একটির বৃক্ষ রোপণ করেল অনেক বৃক্ষ
রোপণ করা সম্ভব।