মিয়ানমার সীমান্তের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের কাছে তুলে ধরেছে বাংলাদেশ। এসব ঘটনার কারণে ঢাকার উদ্বেগের কথাও কূটনীতিকদের জানানো হয়।
এসব বিষয়ে ব্রিফ করতে সোমবার (১৯ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আমন্ত্রণ জানানো হয় আসিয়ান দূতদের। মিয়ানমার এই জোটের সদস্য হলেও তাদের ডাকা হয়নি।
আরও পড়ুন: ফের মিয়ানমারের মর্টার শেল বান্দরবানে, যুবক নিহত
সূত্র জানিয়েছে, মিয়ানমার সীমান্তের এসব ঘটনা বন্ধে কূটনৈতিক পন্থাই অবলম্বন করছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে আসিয়ান দূতদের ব্রিফিংয়ের পর এবার আসিয়ান বহির্ভূত দেশ ও সংস্থার কূটনীতিকদের ডাকা হচ্ছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) তাদের ডেকে এসব বিষয়ে ব্রিফ করবে বাংলাদেশ।
গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে বান্দরবানের ঘুমধুম ঘোনারপাড়া সীমান্তে শূন্যরেখায় মর্টারের গোলা এসে বিস্ফোরণ ঘটে। এতে মোহাম্মদ ইকবাল (২৮) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হন। আহত হন আরও অন্তত আটজন।
আরও পড়ুন: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ
এই ঘটনার প্রতিবাদ জানাতে রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করা হয়। তিনি এলে বাংলাদেশের প্রতিবাদপত্র দিয়ে বলা হয়, মিয়ানমার থেকে কোনো মর্টারের গোলা যেন আর বাংলাদেশের ভূখণ্ডে এসে না পড়ে।
এর আগে একই ধরনের ঘটনার কারণে ৪ সেপ্টেম্বর, ২১ ও ২৯ আগস্ট মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানায় ঢাকা। অর্থাৎ এক মাসের মধ্যে চতুর্থবার তলব করা হয় মিয়ানমারের দূতকে।