সোহেল খান দূর্জয় নেত্রকোনা প্রতিনিধি : নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা কৃষি বিভাগ আয়োজিত কৃষি মেলা শুক্রবার সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠান হলেও অংশ গ্রহনকারী নার্সারী মালিকদের অনুরোধে কর্তৃপক্ষ মেলার ১দিন বাড়িয়ে শুক্রবার পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করেন।
গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে মেলা শুরু হয়। মেলায় ১০টি স্থানীয় নার্সারী অংশ গ্রহন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ছাব্বির আহমেদ আকুঞ্জি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শান্তা।
সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপপরিচালক, কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান । কৃষি অফিসার মো: সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোস্তফা কামাল, প্রেসক্লাব সভাপতি এস,এম, সারোয়ার খোকন, সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, কৃষক মোঃ আব্দুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো: দুলা মিঞা প্রমূখ।