শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:১৭ অপরাহ্ন
মাধবপুর উপজেলায় দিনব্যাপী বুনিয়াদি সাংবাদিকতা প্রশিক্ষণ সফলতার সাথে সম্পূর্ণ হয়েছে।
সংবাদ লেখার কৌশলকে বাস্তবসম্মত ও সময় উপযোগী করে গড়ে তুলতে, এফআইআর টিভি অনলাইন ডট কম এর আয়োজনে-মাধবপুরে দিনব্যাপী সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণে, প্রতিবেদন লেখার কৌশল, সাংবাদিক ও সাংবাদিকতার পার্থক্য, প্রতিবেদনের গঠন প্রণালী, সাংবাদিকতার প্রাথমিক ধারণা, সাংবাদিকতার ও সংবাদপত্রের ইতিহাস বিষয়কসহ গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে ২৪শে সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এবং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিক প্রদান করা হয়েছে।
এই প্রশিক্ষণে অংশ গ্রহন করেন, মাধবপুর উপজেলার স্হানীয় সাংবাদিকসহ আরো অন্যান্য ব্যক্তিবর্গরা।
সার্টিফিকেট প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মাধবপুর উপজেলার সভাপতি ফকির মোঃ কাওছার আহমেদ। এছাড়া স্হায়ী বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষক হিসেবে ছিলেনঃ- সাংবাদিক, রাহুল রাজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাথমিক উন্নয়ন প্রশিক্ষক (পিআইবি) এবং ক্রীড়া সম্পাদক দৈনিক খোলা কাগজ।
উক্ত প্রশিক্ষণ যার অক্লান্ত পরিশ্রমের দ্বারা হয়েছে তিনি হলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ( আসক) এর পরিচালক, মাইটিভি’র সাবেক প্রতিনিধি, ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এফআইআর টিভি অনলাইন ডট কম, মাধবপুর রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য সচিব সাংবাদিক, এম এ কাদের।
এম এ কাদের এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বাংলাদেশের গ্রাম-গঞ্জসহ নগর মহানগরসহ আজ সাংবাদিকতা নিয়ে দিনের পর দিন শুধু প্রশ্নবৃদ্ধ হচ্ছে। তার একটাই কারন বলে আমার ধারণা। তা হল সাংবাদিকতার উপর নেই কোন প্রশিক্ষণ, নেই কোন অভিজ্ঞতা এমনকি সাংবাদিকতার উপর নেই তার পড়াশোনা। যার ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আমি মনে করি, যদি কোন ব্যক্তি গণমাধ্যমে প্রবেশ করতে চায় অবশ্যই তার জার্নালিজমের উপর পরিপূর্ণ ধারনা থাকা বাঞ্ছনীয়। নয়তো সাংবাদিকতা বিষয়ে যে কোন বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান অর্জন করতে হবে। অথবা জার্নালিজমের উপর ডিপ্লোমা করতে হবে। তাহলেই সমাজ থেকে সাংবাদিকদের নিয়ে আর কোন প্রশ্ন তুলতে কেহ সাহস পাবেনা। পাশাপাশি আমাদের দেশের হলুদ সাংবাদিকরাও মাঠে ময়দানে মাথা গজানোর ঠাঁই পাবে না। এই মহান পেশায় কাজ করতে হলে নিজেকে সংবাদ ও সাংবাদিকতার উপর প্রশিক্ষণ নেওয়া একান্ত বাধ্যগত।