প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১১:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২২, ১১:৩৭ পি.এম
মো:হাসমত উল্লাহ,লালমনিরহাট।। নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় উজ্জাপিত হবে ৯০ টি পুুুজামন্ডপে এবং পূজামন্ডপ গুলোতে চলছে প্রতীমা তৈরির কাজ শেষ প্রান্তে।
কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রাজবাড়ি পূজামন্ডপসহ ৯০টি পূজামন্ডপে এবছর দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এখন প্রতিটি পূজামন্ডপে প্রতীমা শিল্পিরা ব্যাস্ত রয়েছে প্রতীমা তৈরির কাজে। পূজা অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতিও চলছে মন্ডপ গুলিতে। আসন্ন দুর্গা পূজা উপলক্ষে কালীগঞ্জ পূজামন্ডপ গুলিতে চলছে ব্যাপক প্রস্তুতি। এবছর কালীগঞ্জ বিখ্যাত তুষভান্ডার রাজবাড়ির পূজামন্ডপসহ ৯০টি পুজামন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে।
এরমধ্যে ভোটমারি ইউনিয়নের মধ্যে ৫, মদাতি ১৪,তুষভান্ডার ১২,দলগ্রাম ০৮,চন্দ্রপুর ১৩. গোড়ল ১৪, চলবলা ১৬, কাকিনা ০৭। কালীগঞ্জ উপজেলায় সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা পূজা অনুষ্ঠানের লক্ষে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এ টি এম গোলাম রসুল,এর উদ্যোগে পুজারীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী অতুল কৃষ্ণ অধিকারী, বলেন প্রতি বছরের ন্যায় এবারও কালীগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রিতী বজায় রেখে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শারদীয় দুর্গপূজা হবার প্রত্যাশা করছি। পূজা চলাকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানান তিনি। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক দেবদাস রায় বাবুল বলেন, উপজেলায় মোট ৯০টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই উপজেলায় সুষ্ঠুভাবে পূজা উদযাপন হবে এমনি আশাবাদ ব্যক্ত করেছেন।
কালীগঞ্জ উপজেলার পুজা মন্ডব গুলো হচ্ছে ব্রাহ্মণ পাড়া দীন নাথ,কবিরাজের বাড়ি দুর্গাপূজা মন্দির,ব্রাহ্মণ পাড়া সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,পূর্ব শ্রুতিধর দোলাপাড়া দুর্গামন্দির,ব্যাঙ্গের হাট সার্ব্বজনীন দুর্গা মন্দির,ভুল্লারহাট সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,কৈবত পাড়া সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,চামটাহাট সাৰ্ব্বজনীন দুর্গামন্দির, কৈটারী সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির (দামোদার বাড়ি),কৈটারী সাৰ্ব্বজনীন দুর্গামন্দির,দক্ষিণ মুসরত মদাতী মালীর বাড়ি সাৰ্ব্বজনীন দুর্গামন্দির, সরকার পাড়া কালী বাড়ি দুর্গামন্দির,মৌজা শাখাতী (সতীর পাড়) সাৰ্ব্বজনীন দুর্গামন্দির,তালুক শাখাতী মধাব পাড়া দুর্গামন্দির,বাবুর বাড়ি দুর্গা মন্দির,দক্ষিণ মুসরত মদাতী কালিকাপুর দুর্গা মন্দির বটতলা,উত্তর মুসরত মদাতী যোগী পাড়া সন্তোষ চন্দ্ৰ দুর্গামন্দির,দক্ষিণ মুসরত মদাতী বানীয়া বাড়ি সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,কিসামত মদাতী পুটিমারী সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,দক্ষিণ সরকার বাড়ি সাৰ্ব্বজনীন,রাজবাাড়ী কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দদির,বটতলা সাজিনীন দুর্গা মন্দির,কালীগঞ্জ বাজার দুর্গা মন্দির,কাশিরাম সঠিপাড়া দুর্গা মন্দির,বৈরাতী (জগদীসের বাড়ি) দক্ষিণ ঘণেশ্যাম সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,বৈরাতী (খগিনের বাড়ি) সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,উত্তর ঘশ্যোম কামার পাড়া সার্ব্বজনীন দুর্গা মন্দির,সুদ্ৰাহবী রায় পাড়া সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,সরকার বাড়ির পারিবারিক উত্তর ঘণেশ্যাম,দক্ষিণ ঘণেশ্যাম মঠের পাড়১১/সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির কাঞ্চনশ্বর গোয়ালটারী দুর্গা মন্দির,কাঞ্চনশ্বর বানিয়াটারী সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,উত্তর দলগ্রাম সাৰ্ব্বজনীন দুর্গা, শ্রীখাতা সোনাযারী পাটবাড়ী সার্ব্বজনীন দুর্গা মন্দির,দলগ্রাম জীবের হাট বাজার কেন্দ্রীয় সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,বুড়িমারী কিশামত দলগ্রাম রাম প্রসাদ সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির, গণেশপুর (নাপিত পাড়া)সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,খানাটারী উত্তর দলগ্রাম দুর্গা সুনিল মন্দির,গেগড়া সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,তালুত মদাতী সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,উত্তর দলগ্রামসত্যেন পাড়া সার্বজনীন দূর্গা মন্দির কারিনা বালাটারী সার্বজনীন দূর্গা মন্দির,কাকিনা বাজার সার্বজনীন দূর্গা মন্দির পালপাড়া সার্বজনীন দূর্গা মন্দির,চওড়াটারী সার্বজনীন দূর্গা মন্দির,কাজীরহাট বানীনগর সার্বজনীন দূর্গা মন্দির,গোপালরায়
সার্বজনীন দূর্গা মন্দির,পশ্চিম কাজীরহাট বানীনগর সার্বজনীন দূর্গা মন্দির, চলবলা সোনারহাট সাজনীন দুর্গা মন্দির,খামারটারী সাৰ্ব্বজনী মন্দির,চলবলা সুকার কাটা সাৰ্ব্বজনী দুর্গা মন্দির,গোদারাম সার্ব্বজনীন দুর্গা মন্দির,বারাজান সার্ব্বজনীন দুর্গা মন্দির,দুহুলী সাৰ্ব্বজনীন দূর্গা মন্দির,তেঁতুলী সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,দক্ষিণ বান্দেরকুড়া আরতী বালা সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,চলবলা মদনপুর সার্ব্বজনীন দুর্গা মন্দির,শিয়াল খোওয়া কৃষ্ণাভাবাপন্ন সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,শিয়াল খোওয়ার হাট সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,নিগম বারাজান সাৰ্ব্বজনীন দূর্গা মন্দির,
শিয়াল খোওয়া চেয়ারম্যান বাড়ি সাবর্বজনীন দূর্গা মন্দির,সুকান দিঘী সার্বজনীন দূর্গা মন্দির, শিয়াল খাওয়া মাঝি পাড়া সার্বজনীন দূর্গা মন্দির, দক্ষিণ তেঁতুলিয়া কয়ার দোলা দুর্গা মন্দির,পাইকানটারী দুর্গা মন্দির, গোড়ল পশ্চিম টেপাটারী সার্বজনীন দূর্গা মন্দির, বলাইরহাট সাৰ্ব্বজনীনদূর্গা মন্দদির, বলাইহাট কালীস্থান সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির, লোহাকুচি বাজার সার্ব্বজনীন দুর্গা মন্দির,দুলালী রাধা গোবিন্দ মন্দির সংলগ্ন সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,গোড়ল পাইকানটারী সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির, বেলতলী সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,দক্ষিণ গোড়ল গান্ডরায় পাড়া সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,বলাইরহাট মালগাড়া দুর্গা মন্দির,বুড়ির হাট সাৰ্ব্বজনীন রাধা গোবিন্দ ও দুর্গা মন্দির,গোড়ল চাকলারহাট লক্ষ্মী পাড়া সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,মালগাড়া বামনটারী সার্ব্বজনীন দুর্গা মন্দির, ঘোঙ্গাগাছ শিমূলতলা সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,বোতলা সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,চন্দ্রপুর সার্ব্বজনীন উত্তর দুর্গা মন্দির, চাপারহাট সার্বজনীন দুর্গা মন্দির, বেতগাড়ি উত্তর বালাপাড়া সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,বুড়িরহাট সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির (সতীর পাড়),সতীর পাড় সাৰ্ব্বজনীন দুর্গ মন্দির ( ডাঙ্গাপাড়া)হররাম কিশামত গোড়ল সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,চন্দ্রপুর সার্ব্বজনীন দুর্গা মন্দির বাজার সংলগ্ন,উত্তর বত্রিশ হাজারী সার্ব্বজনীন দুর্গা মন্দির,নওদাবাস ইন্দিরা মোড় সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,নওদাবাস সাৰ্ব্বজনীন ও পুলের পাড় বাবা গোবিন্দ দুর্গা মন্দির,সতীর পাড় বুড়িরহাট বটতলা সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,গোল্ডারায় পাড়া শ্রী শ্রী সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির।