বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
বিএনপির নিবেদিত প্রাণ এখন মৃত্যু শয্যায়, খোঁজ নেয়নি কোন নেতা! বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বার মৃত্যু,আহত-২ হরিপুরে সমাজসেবা অফিস কর্তৃক ভিক্ষুকদের মাঝে ভ্যান বিতরণ  পটুয়াখালী ভার্সিটিতে , আন্তঃঅনুষদীয় ক্রিড়া টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণী ২০২৪।।  টঙ্গী দলিল লেখক-ভেন্ডারদের নির্বাচনে সম্পাদক পদে”মুরাদ হোসেন বকুল জয়ী র‌্যাগিংয়ের ঘটনায় পটুয়াখালী ভার্সিটিতে, ৫ সদস্যের তদন্তে কমিটি গঠন।।  তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্কের আলোচনা সভায় বক্তারা মওলানা ছিলেন রাজনীতিকদের আইকনিক নেতা  তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

অস্ত্রধারীদের হামলায় জেলা ছাত্রলীগের সাবেক মেম্বার তরিক সহ ৪ জন আহত

 

সাগর কুমার বাড়ই , প্রতিনিধি , খুলনা : নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

গত ৭ অক্টোবর ~ ২০২২ শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচ টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার পূর্ব শত্রুতার জের ধরে কুমিরডাঙ্গা বাজার থেকে জেলা ছাত্রলীগের সাবেক মেম্বার কাজী তরিকুল ইসলাম তরু সহ কমপক্ষে ৪ জনকে অস্ত্রধারীরা কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বার আহত করেছে ।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায় , গত ৭ অক্টোবর বিকেল পাঁচটার দিকে কুমির ডাঙ্গা বাজারে জনৈক কালুর দোকানে ১৫ /২০ জনের একটি সংঘবদ্ধ চক্র ব্যবসায়ী কালুর দোকানের ভিতর থেকে প্রথমে পহর ডাঙ্গা গ্রামের পিরু ও নাইম হত্যা মামলার সাক্ষী রবুলের পুত্র ইবাদুলকে এবং পিরুর জামাই হাসুকে মারপিট করে ।

কিছু সময় পরে ইছামতি গ্রামের তরিকুল ইসলাম তরু কাজী তাঁর ভাইয়ের মেয়ের বিয়ের কিছু মালামাল কিনতে তেরখাদায় যাওয়ার পথে কুমির ডাঙ্গা বাজার থেকে চারদিক দিয়ে ঘিরে ফেলে এলোপাতাড়ি মারপিট করে ।

সে মাটিতে লুটিয়ে পড়লে অস্ত্রধারীরা তার শরীরের বিভিন্ন স্থানে লাঠিপেটা করে ।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।

এখানে তাঁর অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় ।

অস্ত্রধারীরা সন্ধ্যায় একই গ্রুপের মিশকাত নামে আরো একজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ।

এ ব্যাপারে তরিকুল ইসলাম তরুণ ভাই বাদী হয়ে নয় জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাত ১০/১৫ জনের নামে মামলা দায়ের করেছে।

এ ব্যাপারে তেরখাদা থানার ওসি মোহাম্মদ জহুরুল আলম জানান , এ ঘটনার খবর শুনে তিনি দ্রুত ঘটনা স্থলে যান ।

সেখানে গিয়ে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন ।

তিনি জানান , যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ৷

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com