গত ৭ অক্টোবর ~ ২০২২ শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচ টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার পূর্ব শত্রুতার জের ধরে কুমিরডাঙ্গা বাজার থেকে জেলা ছাত্রলীগের সাবেক মেম্বার কাজী তরিকুল ইসলাম তরু সহ কমপক্ষে ৪ জনকে অস্ত্রধারীরা কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বার আহত করেছে ।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায় , গত ৭ অক্টোবর বিকেল পাঁচটার দিকে কুমির ডাঙ্গা বাজারে জনৈক কালুর দোকানে ১৫ /২০ জনের একটি সংঘবদ্ধ চক্র ব্যবসায়ী কালুর দোকানের ভিতর থেকে প্রথমে পহর ডাঙ্গা গ্রামের পিরু ও নাইম হত্যা মামলার সাক্ষী রবুলের পুত্র ইবাদুলকে এবং পিরুর জামাই হাসুকে মারপিট করে ।
কিছু সময় পরে ইছামতি গ্রামের তরিকুল ইসলাম তরু কাজী তাঁর ভাইয়ের মেয়ের বিয়ের কিছু মালামাল কিনতে তেরখাদায় যাওয়ার পথে কুমির ডাঙ্গা বাজার থেকে চারদিক দিয়ে ঘিরে ফেলে এলোপাতাড়ি মারপিট করে ।
সে মাটিতে লুটিয়ে পড়লে অস্ত্রধারীরা তার শরীরের বিভিন্ন স্থানে লাঠিপেটা করে ।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।
এখানে তাঁর অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় ।
অস্ত্রধারীরা সন্ধ্যায় একই গ্রুপের মিশকাত নামে আরো একজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ।
এ ব্যাপারে তরিকুল ইসলাম তরুণ ভাই বাদী হয়ে নয় জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাত ১০/১৫ জনের নামে মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে তেরখাদা থানার ওসি মোহাম্মদ জহুরুল আলম জানান , এ ঘটনার খবর শুনে তিনি দ্রুত ঘটনা স্থলে যান ।
সেখানে গিয়ে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন ।
তিনি জানান , যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ৷