শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার তুরাগের বউবাজার মার্কেট উচেছদের প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে’ সরকারই সিদ্ধান্ত নেবে  প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’ নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ডয়চে ভেলেকে বলেন, 

নেত্রকোনা উৎসব মূখর পরিবেশে জমে উঠেছে জেলা পরিষদ নির্বাচন, এখন শুধু অপেক্ষা

 

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :

নেত্রকোনা ০৮.১০.২০২২ ইং জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে নেত্রকোনায় চেয়ারম্যান ও সদস্যদের প্রচার প্রচারণা জমে উঠেছে। প্রার্থীরা প্রত্যন্ত অঞ্চলে থাকা ইউনিয়ন পরিষদ গুলোতে যাচ্ছেন ভোট প্রার্থনা করছেন। নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত ( মহিলা) আসনে সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিসার জানান, তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর সারাদেশের ন্যায় নেত্রকোনায় জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ করা হবে সকাল ৯ টা হতে বেলা ২টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে। নেত্রকোনা জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন। তারা হচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী প্রবীণ আওয়ামীলীগ নেতা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল(আনারস), জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসমা সুলতানা আসরাফ(প্রজাপতি), সতন্ত্র প্রার্থী আবু সাহিদ খান জ্যাতি (ঘোড়া),। সংরক্ষিত আসনে সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে এখন ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর উপজেলা, ইউপি ও পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিরা হচ্ছেন এ নির্বাচনের ভোটার। ১০ উপজেলা, ৫ পৌরসভা ও ৮৬ ইউনিয়ন নিয়ে নেত্রকোনা জেলা গঠিত। স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধিরা জেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। সে কারণে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ গুলোতে ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করছেন। প্রবীণ আওয়ামীলীগ নেতা ও বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল বলেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিয়েছেন। বর্তমান সরকারের উন্নয়ন মূলক কাজকে আরও এগিয়ে নিতে আমি কাজ করতে চাই। এ জন্য জেলার সকল ইউনিয়নে ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করছি। চেয়ারম্যান পদে অপর প্রার্থী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আসমা সুলতানা আসরাফ বলেন, আমি জেলার সকল ইউনিয়নে ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করছি। ভোট প্রার্থনায় কোন ধরনের সমস্যা হচ্ছেনা বলেও জানান তিনি। সতন্ত্র প্রার্থী আবু সাহিদ খান জ্যাতি বলেন, নির্বাচনের বর্তমান পরিস্থিতি খুবই ভালো এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু পরিবেশ বজায় থাকায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি। সংরক্ষিত আসনের সদস্য প্রার্থী সন্ধ্যা রানী রায় বলেন,উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়নে ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করছেন বলে জানান। নির্বাচনী প্রচারণায় সুষ্ঠু পরিবেশ বজায় থাকায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।

জেলা নির্বাচন অফিসার জানান, নেত্রকোনা জেলা পরিষদের মোট ভোটার সংখ্যা হচ্ছেন ১২১৩ জন। এরমধ্যে পুরুষ ৯৩০ ও মহিলা ২৮৩ জন। জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ করা হবে সকাল ৯ টা হতে বেলা ২টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে বলেও জানান তিনি।

 

 

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com