বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন
জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা ৮ই অক্টোবর ২০২২ শনিবার সকাল ১১ টায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা রাজশাহীর শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক তথ্য মন্ত্রী ও মুক্তি যুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা জননেতা হাসানুল হক ইনু এমপি।সভায় বক্তব্যকালে ইনু বলেন বাজার সিন্ডিকেট বন্ধ করতে হবে,লুটপাট,কারসাজি অনিয়ম দূর্নীতি বন্ধ করতে হবে।স্বাধীনতা বিরোধী লাইসেন্স দেয়া যাবে না,দেশ বিরোধী,মুক্তিযুদ্ধ বিরোধী,শক্তির অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার পায়তারা রুখে দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নারীনেত্রী শিরিন আক্তার এমপি,আরো বক্তব্য রাখেন,জাসদের সহ সভাপতি আব্দুল হাই তালুকদার,উপদেষ্টা মণ্ডলীর সদস্য শ্যামল কুমার রায়,জাসদের সহ সভাপতি শফিউদ্দিন মোল্লা, স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম,স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু,জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, রাজশাহী মহানগর জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আব্দুল্লা আল মাসুদ শিবলী, কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসিহ প্রমুখ।
উক্ত সভা সঞ্চালনা করেন বগুড়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আঃলতিফ ববি।