শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:০৪ অপরাহ্ন
রোববার (২৩ অক্টোবর ২০২২) বেলা ১১টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বহুতল ভবনের লিফটে উঠে আটকা পড়েন আদালতের পিপিসহ আইনজীবীর ১০ জন। আদালতের টেকনিশিয়ানরা অনেক চেষ্টা করেও লিফট ঠিক করতে ব্যর্থ হলে পরে কুষ্টিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল এসে তাদের উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন লিফটে আটকে পড়া কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জানে আলম বলেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের লিফট চলন্ত অবস্থায় বিকল হয়ে পিপি, আইনজীবীসহ ১০ জন আটকা পড়েন।
বেলা ১১টা ২৫ মিনিটের দিকে আমাদের কল দিয়ে জানানো হয়। আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
লিফটম্যান দেলোয়ার হোসেন বলেন, প্রায় এক ঘণ্টা লিফটে আটকা ছিল। লিফট আটকে গেলে তা সমাধানের অনেক চেষ্টা করলেও আমরা সচল করতে পারিনি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে লিফট ভেঙে আটকা পড়া সবাইকে উদ্ধার করেন।
কুষ্টিয়া আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম বলেন, বেলা ১১টার দিকে লিফটে করে উপরে উঠছিলাম। এ সময় প্রথম তলা ও দ্বিতীয় তলার মাঝামাঝি জায়গায় লিফট বিকল হয়ে বন্ধ হয়ে যায়। প্রায় ৪২ মিনিট আমরা লিফটের মধ্যে আটকে ছিলাম। এ সময় আদালতের টেকনিশিয়ানরা চেষ্টা করে লিফট সচল করতে ব্যর্থ হয়। থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অফিসে কল দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দল এসে লিফট ভেঙে আমাদের উদ্ধার করে। লিফটে আটকে থাকার সময়টি খুবই আতঙ্কে কেটেছে।