রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন
লালমনিরহাটের কালীগঞ্জে জাতীয় ইদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কালীগঞ্জ উপজেলা কৃষি সমপ্রশারন অধিদপ্তর কতৃক আয়োজিত জাতীয় ইদুর নিধন অভিযান এর শুভ উদ্বোধন অনুষ্ঠান কালীগঞ্জ উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন এর সভাপতিত্বে জাতীয় ইদুর নিধন অভিযান এর বিভিন্ন কর্ম কান্ডে কৌশল অবলম্বন করে ইদুর নিধন নিয়ন্ত্রণ করার উপর গুরুত্বরোপ করে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল মান্নান, বিশেষ অতিথি রংপুর আঞ্চলিক বীজ প্রত্যায়ন কর্মকর্তা অবসরপ্রাপ্ত আব্দুল মতিন,সাংবাদিক আমিরুল ইসলাম, কালীগঞ্জ রিপোর্টস ক্লাব সভাপতি মোখলেছুর রহমান টুকু, কৃষক মফিজার রহমান, কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রশারন কর্মকর্তা জগদীশ চন্দ্র রায়,স্বাগতিক বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা লোকমান আলম,অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সহকারী কৃষি কর্মকর্তা ফজলুল করিম ও উপসহকারী আলতাফ হোসেন।
অনুষ্ঠান শেষে জীবিত দুইটি ইদুর প্রকাশ্যে মারা হয়।এসময় সার ব্যবসায়ী,কৃষক, কৃষানী,কৃষি দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।