শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:১০ অপরাহ্ন
খুলনার রূপসায় ভৈরব নদীর শোলপুর-যুগিহাটি এলাকা হতে মা ইলিশ রক্ষার অভিযানে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে ।
জব্দ হওয়া জালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা ।
এছাড়া অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে দুই জেলেকে ২ হাজার টাকা জরিমানা করা হয় ।
বৃহস্পতিবার ( ২৭ অক্টোবর ) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসন , উপজেলা মৎস্য দপ্তর এবং কোস্টগার্ড রূপসা স্টেশান কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল বিনষ্ট করা হয় ।
জীবিত ইলিশ নদীতে অবমুক্ত করে বাকি ৫ কেজি ইলিশ এতিম খানায় বিতরণ করা হয় ।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া তাছনিম ।
অভিযান কালে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস সহ কোস্টগার্ড পুলিশের কর্মকর্তারা ।
এ ব্যাপারে মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস জানান ,
মা ইলিশ রক্ষা ও নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।