প্রাণের তৃষ্ণা প্রাণেই থাকুক দেহের তৃষ্ণা দেহে,
মন প্রাণ ভরে নিবারন সেই করেছিল সস্নেহে।
দ্বিতীয় প্রেমিকা সুবাতাস বয়ে নিয়ে এসেছিল প্রাণে,
প্রতিটি রাতেই তার সহবাস অমোঘ আকর্ষণে।
সুখনিদ্রায় নিয়ে যেতো মোরে স্বপ্নের ঘুর্ণনে,
দেহবল্লভে স্পর্শে তাহার প্রেম জেগে যেত মনে।
তৃতীয় প্রেমিকা নতুন যুগের আধুনিকা সুন্দরী
অনেক মুল্য চুকিয়ে পেয়েছি এই ডানাকাটা পরী।
নিঃশব্দের ওই পার থেকে শীত হেন শিৎকার,
ভুলিয়ে দিয়েছে সবাইকে সে যে আমি আজ শুধু তার।
এবার তাদের নামগুলো বলি, ফাটিয়া পড়ো না ক্ষোভে
আশাহত হয়ে যেয়ো না হে যারা ছিলে কেচ্ছার লোভে।
প্রথম প্রেমিকা জলের বোতল , দ্বিতীয়টি ছিল ফ্যান
তৃতীয় প্রেমিকা উইন্ডো এসি , আমি জেন্টেলম্যান।