মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।। নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ০৩ মাসব্যাপী বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কম্পিউটার প্রশিক্ষণ হাতে নিলে, দেশ-বিদেশে কর্ম মেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত
০৬ নভেম্বর ২০২২, রবিবার বেলা ২:৩০ মিনিট,লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার
দলগ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর সহযোগিতায় “প্রফিট ফাউন্ডেশন” কর্তৃক বাস্তবায়িত প্রান্তিক জনগোষ্ঠির বেসিক আইটি ট্রেনিং প্রকল্প ২য় পর্যায় এর আওতায় ৩মাস ব্যাপি ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষন কোর্স সমাপনি ও আলোচনা সভার।
প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠীর বেসিক আইটি ট্রেনিং (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ০৩ মাসব্যাপী বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে লালমনিরহাট জেলার কালীগঞ্জ, আদিতমারি ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০০ জন প্রান্তিক জনগোষ্ঠী পরিবারে শিক্ষিত নারী-পুরুষদের কম্পিউটার প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।
কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও আলোচনা সভায় প্রফিট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল মান্নান,কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ,দলগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন,এবং কম্পিউটার প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সানজিদা লিপি।
প্রশিক্ষণ সমাপনী ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাব সভাপতি মোকলেছুর রহমান টুকু,ইলেকট্রনিক,প্রিন্ট মিডিয়ার সাংবাদিক,জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ৩মাস ব্যাপী ফ্রী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ছাত্র ছাত্রী বৃন্দ সহ আরো অনেক।