বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন
ভোলায় গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)। সুনির্দিষ্ট প্রমাণ ও অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে হরিণ শিকার নিয়ে ভোলার মফিজ বাহিনী নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গ্লোবাল টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি অনিক আহম্মেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে ফেটে পড়েছে দেশের সাংবাদিক সংগঠনগুলো।
যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশের পরেও মফিজ বাহিনী একজন পেশাদার সাংবাদিকের নামে যে মামলাটি করে করেছে তা সত্যি নিন্দনীয়। অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার করে দেওয়ার দাবী জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) -এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, মহাসচিব মোঃ সুমন সরদার,সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব আলম চৌধুরী জীবন সহ সকল কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।