রাজশাহীর গোদাগাড়ীতে মাকান্দা ললিত নগর ৩ নং পাকরি ইউনিয়নের শরিফুল ইসলাম (৫০ ) পিতা: ইউসুফ শাহা ও শরিফুল ইসলাম এর ছেলে বানি ইসরাইল(২৫) কে পুরনো শত্রুতা জের ধরে শরিফুল ইসলামের জমিতে ভতি করা অবস্থায় , ৫ জন এসে দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং জখম করে ।
বিবাদী ১। লোকমান আলী (৭০) পিতা আলী আকবর
২। শাহজালাল (২৮) পিতা: লোকমান আলী ৩ ।মিনহাজুল (২৫) পিতা: আনোয়ার আলী ৪। সেলিম (১৮) পিতা: আনোয়ার আলী ৫। শাকিব (১৫) পিতা: আনোয়ার
সর্ব সাং মাকান্দা ললিত নগর ৩ নং পাত্রী ইউনিয়ন থানা গোদাগাড়ী জেলা রাজশাহী।
৩০/১১/২০২২তারিখ সকাল ৮ টা ৩০ মিনিট এর দিকে
বাদী ও তার ছেলে জমিতে কাজ করছিল এ সময় উল্লেখিত বিবাদী হাতে হাসুয়া, লোহার রড, হাতুড়ি ও কোদালের হাতল নিয়ে দলবদ্ধ হয়ে এসে অবৈধভাবে তার জমিতে এসে গালি গালাজ করিয়া এলোপাথাড়ি মারধর শুরু করে এবং গুরুতর আহত করে।
গোদাগাড়ী ৩১ শয্যা হাসাপাতালে নিয়ে আসেন।প্রাথমিক চিকিৎসা শেষে আহত শফিকুল ইসলাম বাদি হয়ে গোদাগাড়ী মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় বাদি লিখিত অভিযোগ করেন।
বাদী সুষ্ঠো তদন্তের মাধ্যমে সু বিচারের দাবি করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।