বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন
আব্দুল্লাহ আল মামুন তাজু এই সংগঠনের সাধারণ সম্পাদক সকালে সংবাদ সম্মেলনে বলেন – বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিরাজুল হক চৌধুরী ওস্তাদ ভাই এবং প্রয়াত সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী স্মরণে লাঠিখেলার উৎসব হবে আগামী ৭ ডিসেম্বর ।
স্থানঃ কুষ্টিয়া সরকারি কলেজ মাঠ। দেশের বিভিন্ন অঞ্চলের লাঠিয়াল ওস্তাদ এবং লাঠিয়াল দল অংশগ্রহণ করবেন। আপনারা সকলে সবান্ধবে আমন্ত্রিত ।প্রিয় সাংবাদিক বন্ধুগন বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর পক্ষ থেকে উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা । আপনারা জানেন কুষ্টিয়াতে আমরা প্রায় প্রতি বছর লাঠিখেলার আয়োজন করি । গ্রাম বাংলার এই খেলার প্রধান উদ্যোত্তা ছিলেন কুষ্টিয়ার সুনামধন্য ব্যাক্তিত্ব প্রয়াত সিরাজুল হক চৌধুরী ওস্তাদ ভাই । ৩৫ বছর পুর্বে ১৯৮৭ সালের ৭ ডিসেম্বর , তিনি আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে নিয়ে চলে গেছেন আমাদের মাঝে রেখে গেছেন বাংলার এই ঐতিহ্যবাহী লাঠিখেলা। উক্তরাধিকার হিসেবে এই লাঠিখেলার দায়িত্ব ও ঐতিহ্য রক্ষায় সফল নেতৃত্ব দিয়েছিলেন প্রয়াত সাধারণ মনজুরুল হক চৌধুরী রতন। চৌধুরী অকাল প্রয়ানে উক্তররাধিকার সুত্রে ও ওস্তাদ ভায়ের পুর্বে নিধারিত সিদ্ধান্ত অনুযায়ী এবং বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর সকলের সম্মতিতে আমি আব্দুল্লাহ আল মামুন তাজু এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব প্রাপ্ত হই । প্রয়াত সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী রতনের সময় তার নেতৃত্ব ১৯৯৩ সালের বাংলাদেশ অনুষ্ঠিত সাফ গেমসের সমাপনী অনুষ্ঠানে লাঠিখেলা প্রদর্শন করা হয়েছিল যেখানে প্র্যয় ৮ শত নারী পুরুষ লাঠিয়াল অংশগ্রহণ করেন যার মধ্যে প্রায় ১০০ মহিলা লাঠিয়াল ছিল আর এই নারী লাঠিয়ালদের নেতৃত্ব দেন শাহিনা সুলতানা দিবজু এই বিশাল আয়োজনে প্রয়াত মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরীর অবদান অনস্বীকার্য । ১৯৯৩ সালে প্রয়াত সাধারণ সম্পাদক রতন রতন চৌধুরীর নেতৃত্ব ভারতের কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিশ্ববঙ্গ সম্মেলনে বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর ৭০ জনের দল যেখানে লাঠিখেলা করে নজু ভাইয়ার উৎসাহ ও উদ্যোগ আমরা কৃতজ্ঞতার সাথে স্বরন করি তাঁর নেতৃত্ব ।নড়াইলের সুলতান মেলায় আমরা লাঠিখেলা প্রদর্শন করি ও সেই ধারাবাহিকতায় বিরাজমান লক্ষে একশো টার বেশি সিনেমায় লাঠিখেলার দৃশ্য পরিচালনা করেন। রতন চৌধুরীর অকাল প্রয়াণে আমরা শোকাহত আর এর ফলে বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর অপরণীয় ক্ষতি হয়েছে বন্ধুগন, আগামী ৭ ডিসেম্বর কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে সকলের প্রিয় লাঠিখেলা দেখার আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ লাঠিয়াল বাহিনী । কুষ্টিয়া বাসীর পক্ষ থেকে সকলকে লাঠি খেলা দেখার জন্য আমন্ত্রণ ।