শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন
মঙ্গলবার ১৩ডিসেম্বর ২০২২
“সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্যকে ধারন করে বাঘাইছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে।
গত সোমবার সকাল ১০ ঘটিকায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, উপজেলা তথ্য আপা মুন্নি দত্ত সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের বিষয়ে আলোচনা করেন এবং নারী উন্নয়নে সমাজের সকল শ্রেণীর মানুষদের এগিয়ে আসার আহবান জানান।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ এই বিষয়ে বাঘাইছড়িতে ৫ টি ক্যাটাগরিতে পাঁচজন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
যে সকল জয়িতাগণ মনোনীত হয়েছেন যথাক্রমে, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী সামেত্রী চাকমা, সফল জননী নারী ইলা রানী দেব, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ত্রিবেনী চাকমা, সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী হ্যাপি চাকমা, নির্যাতনে বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করেছে যে নারী জেবুন নাহার।