শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার তুরাগের বউবাজার মার্কেট উচেছদের প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে’ সরকারই সিদ্ধান্ত নেবে  প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’ নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ডয়চে ভেলেকে বলেন, 

নড়াইলের হেচলাগাতি গ্রামে সশস্ত্র মহড়া প্রতিপক্ষরা বাড়িঘর ছাড়া 

 

 নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল :

 

নড়াইলের হেচলাগাতি গ্রামে সশস্ত্র মহড়া

প্রতিপক্ষরা বাড়িঘর ছাড়া। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার হেচলাগাতি গ্রামের বিএনপি দলীয় ক্যাডার সোহেল শেখ, তানজীর সর্দার ও তাদের দলীয় লোকজন প্রতিপক্ষ

আওয়ামীলীগ দলীয় লোকজনের বাড়ির আশপাশে সশস্ত্র মহড়া দেয়ায় এবং খুনের হুমকি প্রদান করায় ১০টি পরিবারের লোকজন বাড়িঘর ছেড়ে জীবনের নিরাপত্তাহীনতায়

অন্যত্র আশ্রয় নিয়েছেন। বাড়িতে থাকা মহিলাদের উদ্দেশ্যে অকথ্য ভাষায়

গালিগালাজ করায় এবং তাদেরকে নানারকম ভয়ভীতি প্রদর্শন করায় তারা অজানা

আতংকে দিন কাটাচ্ছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, স্থানীয় সূত্রে জানা গেছে, লাহুড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি

আলী কদর বিশ্বাসের পক্ষীয় হেচলাগাতি গ্রামের বিএনপি দলীয় ক্যাডার সোহেল

শেখ, তানজীর সর্দার,আব্দুল্লাহ শেখ,সেলিম মোল্যা,নয়ন শেখ তাদের প্রতিপক্ষ

একই গ্রামের বাসিন্দা লাহুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি

তরিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মশিয়ার রহমান শেখ,মোশারফ হোসেন শেখ,জাহিদুল

শেখসহ ১০টি পরিবারের সদস্যদের বাড়ির আশপাশে গত ৫দিন যাবত সশস্ত্র মহড়া

দিচ্ছে এবং খুন-জখমের হুমকি দিচ্ছে।রাজনৈতিক বিরোধিতা ও পূর্ব শত্রæতার

জের ধরে প্রতিপক্ষ গ্রæপের লোকজন এসব সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে বলে

জানান, ওই গ্রামের বাসিন্দা আইনাল মোল্যা ও হেমায়েত মোল্যা।এর আগে গত

২০১৮ সালের ৮মার্চ ভোর সাড়ে ৫টায় হেচলাগাতি গ্রামের বাসিন্দা মশিয়ার

রহমান শেখকে খুন করার উদ্দেশ্যে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে

প্রতিপক্ষ লোকজন। সোহেল শেখ, তানজীর সর্দার,রজিবুল ইসলাম গ্রামে বিভিন্ন

সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর কারণে হত্যাপ্রচেষ্টা, চাঁদাবাজি মামলার

আসামি হন।গ্রামে শান্তি ফিরিয়ে আনতে উভয়পক্ষের আপোষ-মীমাংসায় মামলাগুলি

প্রতাহার হওয়ার পর পূনরায় তারা বেপরোয়া হয়ে উঠেছেন।এরা এতটাই বেপরোয়া কেউ

ভয়ে এদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। এদের

অত্যাচার নির্যাতনে নিরীহ প্রকৃতির লোকজন অতীষ্ট। গত ১১মার্চ রাতে ওই

সন্ত্রাসী বাহিনীর হামলায় হেচলাগাতি গ্রামের আওয়ামীলীগের চার নেতা-কর্মী

আহত হন। এ সময় হামলাকারীরা মশিয়ার রহমানের বাড়ি ভাংচুরের চেষ্টা

চালায়।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিএনপি নেতা আলী কদর বিশ্বাস জানান,আমাদের লোকজন এলাকায় শান্তিপ্রিয়ভাবে

চলাচল করে আসছে।কারোর বাড়ির আশেপাশে আমাদের লোকজন অস্ত্রের মহড়া দিচ্ছে

কিংবা কাউকে খুন-জখমের হুমকি দিচ্ছে এমন খবর আমার জানা নেই।প্রতিপক্ষ

গ্রæপের লোকজন আমাদের বিরুদ্ধে মনগড়া ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

লাহুড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মঞ্জিল রহমান জানান, হেচলাগাতি

গ্রামে শান্তি-শৃংখলা বজায় রাখার লক্ষ্যে পুলিশী টহল জোরদার করা হয়েছে।

কেউ আইনের উর্দ্ধে নয়।কেউ অশান্তি কিংবা সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর

চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

 

 

 

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com