প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ৮:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২২, ১১:২৫ পি.এম
নড়াইলে তেলবাহী ট্রাংকলরী ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল:
নড়াইলে তেলবাহী ট্রাংকলরী ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যশোরের আশরাফ আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে যশোর-নড়াইল-ভাটিয়াপাড়া সড়কের বসুপটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী আশরাফ আলী লোহাগড়া থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। বসুপটি এলাকায় পৌছালে একটি তেলবাহী ট্রাংকলরীর সঙ্গে সংঘর্ষে আশরাফের মাথা ফেটে ঘিলু রাস্তায় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যর মরদেহ উদ্ধার করে।
নিহত আশরাফের পকেটে থাকা পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি যশোর পৌরসভার টিবি ক্লিনিট এলাকার হাশেম তালুকদারের ছেলে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।
Copyright © 2024 দৈনিক ঢাকার কন্ঠ. All rights reserved.