মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন
মহান স্বাধীনতার বিজয় দিবস উপলক্ষে বগুড়া, ধুনট উপজেলা প্রেস ক্লাবকে সম্মাননা স্বারক প্রদান করেছে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে দিন ব্যাপী নানা আয়োজন ও কর্মসুচী শেষে এ বিশেষ সম্মাননা স্বারক প্রদান করা হয়।
ধুনট উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্বারক গ্রহন করেন ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক এম.এ রাশেদ। স্বারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
এসময় ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাধারন সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, একাত্তরের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা গন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এর আগে ভোরে বীর শহীদদের স্বরনে ধুনট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করে