শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
আওয়ামী লীগ নেতার পায়ের রগ কেটে দিল বিএনপি নেতারা বিএনপি নেতারা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন : নানক নিউইয়র্কে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের শূন্যপদে বদলির নীতিমালা জারি আঘাত এলে প্রতিঘাত করতে হবে: শেখ হাসিনা টঙ্গী ইজতেমা মাঠে হতাহতের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা অনির্দিষ্টকালের জন্য উত্তরা ও তুরাগ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ পশ্চিমবঙ্গ,আর জি করের ঘটনায়, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলকে যামিন দেওয়ায়, প্রতিবাদ কর্মসূচী । চাটখিল সোসাইটি ইউএসএ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল, ফিরলো গণভোট বিধান

চাপাইনবাবগঞ্জ,বিএনপির হারুন-আমিনুলের আসনে নৌকার প্রার্থী দুই সাবেক এমপি, এলাকায় মিষ্টির দোকান শূন্য 

 

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

এসএম রুবেল ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

 

বিএনপির ছেড়ে দেওয়া ৬ আসনের উপ-নির্বাচনের তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুইটি আসনের দুটিতেই নৌকার প্রার্থী দিয়েছে আ.লীগ। চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) আসনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদকে মনোনয়ন দেয়া হয়েছে।

 

মনোনয়ন দেয়ার খবরে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল চালাচ্ছে দমে দমে মাতোয়ারা,চাঁপাইনবাবগঞ্জের এই আসনের নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে। রবিবার (০১ জানুয়ারী) রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রহনপুর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জেলা শহরে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও তার পক্ষের লোকজন।

জেলা শহরের নিউমার্কেট থেকে আওয়ামীলীগ,যুবলীগ,মহিলালীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে একই স্থানে এসে মিছিল শেষ হয়। পরে মিষ্টিমুখ করেন নেতাকর্মীরা।

মনোনয়ন পাওয়ার পর চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নৌকার প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন,আমার প্রতি আস্থা রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। আশা করি,এই আসনের ভোটাররা নৌকায় ভোট দিয়ে আমাকে অবশিষ্ট কাজ করার সুযোগ দিবে।

 

তিনি আরও বলেন,বিএনপির এমপির কারনে চাঁপাইনবাবগঞ্জ অনেক উন্নয়নকাজ থেকে বঞ্চিত ছিলো। দলের অনেকেই মনোনয়ন চেয়েছিলেন,তাদেরকে সাথে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করা হবে।

 

চিত্রনায়িকা মাহিয়া মাহির বিষয়ে তিনি বলেন,আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। এই দলের মনোনয়ন যেকেউ চাইতে পারেন। তাই সে হিসেবে তিনিও মনোনয়ন চেয়েছিলেন। আশা করি,দল যাকে মনোনয়ন দিয়েছেন,তিনি তার পক্ষেই কাজ করবেন।

 

আওয়ামী লীগের সভায় ছয়টি আসনের মধ্যে দুটি আসন ১৪ দলের শরিকদের ছেড়ে দিয়েছে তারা। আর একটি আসন উন্মুক্ত রাখা হয়েছে। মনোনয়ন পাননি চিত্রনায়িকা মাহিয়া মাহি। আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

রোববার (১ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে তিনটি আসনে আওয়ামী লীগের প্রার্থী দেওয়া হয়েছে সেগুলো হলো- বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩।

 

উল্লেখ্য,গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় গণসমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন বিএনপির সাত সংসদ সদস্য। এতে চাঁপাইনবাবগঞ্জ-২ ( নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট) আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১১ ডিসেম্বর সংসদের স্পিকারের নিকট বিএনপি দলীয় ৬ জন সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দেন। পরের দিন জাতীয় সংসদ সচিবালয় থেকে তাদের আসন শূন্য ঘোষণা করা হয়। ফলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থেকেই নির্বাচন কমিশন দেশের ছয়টি আসনে উপ-নির্বাচন ঘোষণা করে ০১ ফেব্রুয়ারি।

 

এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মোবাইল নাম্বার (০১৭৫৬৯১১৯৪৬)

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com