প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৩, ১১:৪৬ পি.এম
খুলনা পাইকগাছায় জামিনপ্রাপ্ত আসামিদ্বয় আটক; অত:পর ১৮ঘন্টা পর মুক্তি
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
খুলনার পাইকগাছা থানা পুলিশ আদালত থেকে জামিন প্রাপ্ত হয়ে থানায় রিকল দেওয়ার ৪মাস পর দু'আসামীকে গ্রেফতার করে ১রাত সহ ১৮ঘন্টা থানায় আটকে রেখে পরদিন দুপুরে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়,পাইকগাছা উপজেলার মেলেক পুরাইকাটি গ্রামের মৃত হেকমত মোড়লের পুত্র আব্দুল মালেক মোড়ল সিনিয়ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সি,আর১৫৫/২১(রূপসা) থেকে একটি মামলায় ২১/০৮/২২ তারিখে জামিন পেয়ে পাইকগাছা থানায় রিকল জমা দেন এবং যা এসআই আনজির হোসেন রিসিভ করেন।
একইভাবে উপজেলার রাড়ুলি গ্রামের আইনউদ্দীন শেখের পুত্র আনছের আলী শেখ পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি,আর ৪৯১/২২ মামলায় গত ইং ২৬/৯/২২ তারিখ আদালত থেকে জামিন পেয়ে ঐ দিনে রাড়ুলি পুলিশ ক্যাম্পের এ,এসআই মোঃ শফিউল্লাহ রিকল রিসিভ করেন। পরবর্তীতে দীর্ঘ ৪/৫ মাস পর পাইকগাছা থানা পুলিশ উপরোক্ত দু'ব্যক্তিকে গত ইং ৯/১/২৩ তারিখ বে-আইনী ভাবে গ্রেফতার করে প্রচন্ড শীতে থানা হাজতে এক রাত রেখে পরদিন দুপুরে তাদের কে ছেড়ে দেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় পুলিশের বে-আইনী কর্মকান্ড নিয়ে নানা রকম গুঞ্জন চলছে। ভুক্তভোগি পরিবার এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে থানার ওসি জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান,আনছার এর পরিবারের লোকজন রিকল দেখালে তাকে থানা থেকে ছেড়ে দেই এবং মালেক মোড়ল রিকল দেখাতে না পারাই তাকে কোর্টে প্রেরন করি। তবে সে কোর্ট থেকে মুক্তি পেয়েছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে আসামীদ্বয়ের আইনজীবি এড.এফ,এম রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি জানান, আসামীদের জামিনের রিকল থানায় জমা দেওয়ার পর তারা যথারীতি তামিল করে আদালতে ফেরত না দিয়ে থানায় পেন্ডিং থাকা ওয়ারেন্ট মুলে আসামীদ্বয় কে বে-আইনী ভাবে গ্রেফতার করে ১৮ঘন্টা আটক রাখা আইন ও মানবাবাধিকারের চরম লঙ্ঘন।
Copyright © 2024 দৈনিক ঢাকার কন্ঠ. All rights reserved.