শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার তুরাগের বউবাজার মার্কেট উচেছদের প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে’ সরকারই সিদ্ধান্ত নেবে  প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’ নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ডয়চে ভেলেকে বলেন, 

ছাতকে শাহ আরেফিন টিলা নামীয় পীরস্থানের জায়গা ভুমিখেকো চক্রের জবর দখলের চেষ্টা

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে শাহ আরেফিন (রঃ)’র মোকাম ও তৎসংলগ্ন কবরস্থান সহ পীরস্থানের ভুমি জবর দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে একটি ভুমি খেকোচক্র। ইতিমধ্যেই ভুমি দখলে নিতে মোকাম পরিচালনা কমিটির নেতৃবৃন্দের উপর হামলা সহ আদালতে পৃথক দু’টি মিথ্যা মামলা দায়ের করেছে এ চক্র। এ নিয়ে দখলদার চক্রের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকার ধর্মপ্রান মানুষ।

 

জানা যায়, হযরত শাহজালালের সফরসঙ্গী আউলিয়া ও দরবেশ হযরত সুলতান শাহ আরেফিন(রঃ)’র শহরের ফকিরটিলা এলাকায় মোকাম ও কবরস্থান রয়েছে। ওই স্থানটি সরকারী রেকর্ড পত্র সহ এলাকার মানুষের কাছে পীরস্থান হিসেবে পরিচিত। যুগ-যুগ ধরে এ পবিত্রস্থান একটি কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে এর উন্নয়ন কার্যক্রম চালানো হচ্ছে। সর্বজন স্বীকৃত এ পীরস্থানে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রান লোকজন আসেন মাজার জিয়ারত সহ বিভিন্ন মানত নিয়ে। কখনো কোনদিন মোকাম, কবরস্থান ও পীরস্থানে ভুমি নিয়ে কেউ মালিকানা দাবী করে আসেনি। সম্প্রতি শহরের বাগবাড়ি গ্রামের আব্দুস সোবহানের পুত্র আব্দুস শহীদ মনা পীরস্থানের ভুমির মালিকানা দাবী করে জবর দখলের চেষ্টায় লিপ্ত হয়।

এলাবাসীর প্রতিবাদে জোর দখলে ব্যর্থ হয়ে মোকাম পরিচালনা কমিটির বিরুদ্ধে আদালতে চাঁদাবাজী সহ পৃথক দুটি সাজানো মামলা দায়ের করে। সম্প্রতি মোকামের পবিত্রতা ও নিরাপত্তার স্বার্থে মোকামের বাউন্ডারী কাজ শুরু করেন পরিচালনা কামিটি। এতে ক্ষীপ্ত হয়ে আব্দুস শহীদ মনা দেয়াল নির্মাণে বাধা-বিপত্তি ও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এনিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ ৭ জানুয়ারী উভয় পক্ষকে নিয়ে একটি সালিশ-বৈঠকে বসেন। এসময় কাগজ-পত্র পর্যালোচনা করে বিরোধকৃত ভুমি নিয়ে সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে নামজারী রেকর্ড সংশোধনের জন্য নামজারী রিভিউ মামলা চলামান থাকায় সিদ্ধান্ত ছাড়াই সভা সমাপ্ত হয়। এসব অভিযোগ তুলে ধরে শনিবার সকালে ছাতক প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফকির টিলা গ্রামের বাসিন্দা শাহ এস এম কয়েছ মিয়া।

 

লিখিত বক্তব্যে আরো বলা হয়,
শাহ আরেফিন(রঃ) মোকাম, কবরস্থান সহ
১.৩৫ একর ভুমি পীরস্থান রকম ভুমি স্থির ও অখন্ড ভুমি হিসেবে ইহার স্বাভাবিক স্বকিয়তা এখনো অটুট। পীরস্থান রকম ভুমি সর্ব সাধারনের ব্যবহারযোগ্য, ক্রয়-বিক্রয় যোগ্য নয়। উক্ত ভুমি রেকর্ড অনুযায়ী পীরস্থান, তা ওয়াকফ সম্পত্তি না হলেও আইন অনুযায়ী দীর্ঘকাল ব্যবহারে ওই সম্পত্তি ওয়াকফ সম্পত্তিতে পরিনত হয়ে যায়। আর ওয়াকফ সম্পত্তি ক্রয়-বিক্রয়, জবর দখল করা বা চেষ্টা করা ওয়াকফ আইন অমান্যের সামিল।

পীরস্থান নামে রেকর্ডীয় এ ভুমি রক্ষায় প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন ফকিরটিলা এলাকার ধর্মপ্রান মানুষ। এসময় পৌর কাউন্সিলর শাহ নাজিমুল হক, সাবেক মেম্বার বীর মুক্তিযোদ্ধা আলখাছ আলী,শাহ বাহারুল হক, সামছুর রহমান বাবুল, বখতিয়ার হোসেন, ফরিদ মিয়া, শাহ আলম, শাহ মোজাম্মেল হক রুহেল, জামাল মিয়া,
শাহিন মিয়া,শাহ ফারুক মিয়া, মোকমের খাদেম ফকির আলী আহমদ, সমুজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।##

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com