বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
হাবিবুর রহমান , কুষ্টিয়া ॥
অনুমানিক রাত ৪ টা সময় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার লালন শাহ সেতুর পশ্চিম পাশে এস বি সুপার ডিলাক্স গাড়ির যাত্রীদের চেক করার সময় এক যাত্রীর কাছ থেকে ৬৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীর নাম আবু বক্কর সিদ্দিক (৩৬) পিতাঃ মোঃ মতিউর রহমান। গ্রামঃ জয়রাম পুর, থানাঃ দৌলত পুর, জেলাঃ কুষ্টিয়া।
উক্ত অভিযানের নেতৃত্বে ছিলেন ইন্সপেক্টর মাহবুবা জেসমিন রুমা,সাব ইন্সপেক্টর সানোয়ার হোসেন,সিপাই ইমরান হোসেন,নুরনবী, আব্বাস,রাশিদুল ও মামুন রহমান। ইন্সপেক্টর মাহবুবা জেসমিন রুমা বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেন , যার মামলা নং – ৯। তারিখ – ২২-০১-২০২৩ ইং।
ইন্সপেক্টর রুমা “ দৈনিক আজকালের খবর ও ডেইলি প্রজেন্ট টাইমস কুষ্টিয়া প্রতিনিধি’কে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে অব্যাহত রাখতে মাদক নির্মুল করতে আমরা বদ্ধপরিকর । সিন্ডিকেট যতই শক্তিশালী হোকনা কেন আমরা তথ্য পেলে অবশ্যই গ্রেফতার করে আইনানুগ ব্যবস্হা গ্রহন করবো ইনশাআল্লাহ ॥