রাশেদ উদ্দিন ফয়সাল সিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জ (২২’জানুয়ারী ২৩’ইং রোববার) ঃ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে নবাগত ওসি ও সিদ্ধিরগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল ২২’জানুয়ারী সকাল ১১’টায় থানার ওডিটরিয়াম হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) হাফিজুর রহমান মানিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক ( অপারেশন) হাবিবুর রহমা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম পিপিএম।
অনুষ্ঠানে সংবাদকর্মীদের মধ্যে অনেকেই থানার বিভন্ন এলাকায় মাদক ব্যবসা ও কিশোর গ্যাং বৃদ্ধি নিয়ে বক্তব্য রাখেন। রাত ১২’টার পরেও আবাসিক এলাকা গুলোর অলিগলি ও দোকানপাটের সামনে কিশোরগ্যাং আড্ডা দিয়ে থাকে। প্রতিটি এলাকায় ইদানিং চোরের উপদ্রব বেড়েছে। আদমজী, কদমতলীপুলে, সিদ্বিরগঞ্জপুলে নিত্যদিনের যানজটের বিষয়ে উল্লেখ করা হয়। নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা এ সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, সংবাদকর্মীদের পরিবারের সদস্য হিসেবে পাশে থেকে সিদ্বিরগঞ্জবাসীর সেবা করতে চান। এ জন্য তিনি সংবাদকর্মী, জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন।