রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
খিলক্ষেত প্রেসক্লাবের-২০১১ সালের পর আহ্বায়ক কমিটি গঠন ২০২৪ মাধবপুরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪৬ জনের বিরুদ্ধে যুবদল নেতার মামলা  বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলা : এজাহারভুক্ত পলাতক আসামি শাহ আলম তুরাগে আটক ব্যাংক লুটেরাদের দেশে ফিরে এনে বিচারের আওতায় নিতে হবে: মির্জা ফখরুল হাজীক্যাম্পের সামনে বঙ্গোমাতা মাধ্যমিক বিদ্যালয়ের সড়কের দুই পাশে বসেছে ভাসম্যান বাজা,মাদকসেবিদের দৌরাত্ম  লালমনিরহাটে ফেন্সিডিল সহ নাছিমা গ্রেফতার টস জিতে বোলিংয়ে বাংলাদেশ বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার আজ আসছেন হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের এক দিনের বেতন দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ

ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

লিমা আক্তার, ভালুকা

 

ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও সাংবাদিক সম্মেলনের প্রতিবাদ জানিয়ে পাল্টা সাংবাদিক সম্মেলন করেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ। মঙ্গলবার বেলা এগারোটার দিকে চেয়ারম্যানের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগের ভিত্তিতে প্রকাশিত সংবাদ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন।জানা যায়, গত সোমবারে বিউটিফুল ভালুকা নামক একটি ফেইসবুক পেইজ থেকে চেয়ারম্যানের বিরুদ্ধে একটি পরিবারকে অত্যাচার ও নির্যাতনের অভিযোগ এনে সংবাদ লেখা হয়েছে। উল্লেখিত সংবাদে বলা হয়েছে

নূর মোহাম্মদ ছিদ্দিকী টিপুর হাফ বিল্ডিং ১৪টি রুম নির্মানকৃত রুম বিনা কারনে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর নির্দেশে তার ছোট ভাই আবুল কাশেম ও সন্ত্রাসীদের নিয়ে দিন দুপুরে ভেঙ্গে ফেলে।

এ ব্যাপারে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি জানিয়ে চেয়ারম্যান বলেন, টিপুর নামে পাড়াগাও এলাকায় কোন সম্পত্তি নেই তার বাড়ি শ্রীপুর উপজেলায়। ওখানে তার পরিবারসহ নিজ এলাকার লোকজনের সঙ্গে অনৈতিক আচরনের জন্য তাকে এলাকা ছাড়া করা হয়। পরবর্তীতে সে পরিবার নিয়ে পাড়াগাও এলাকায় নান্নু চেয়ারম্যানের বাবার দেয়া জমিতে বসবাস করছেন।কদিন আগে এক ইসলামিক সভায় আমার কাছে এসে টিপুর মেয়েরা বিয়ের উপযুক্ত ঘর না করে দিলে বিয়ে দিতে পারবেনা এলাকার লোকজনের এমন সুপারিশের ভিত্তিতে আমি ওদের বাড়ি পরিদর্শন করে মানবিক কারণে সাহায্যের হাত বাড়িয়ে দেই। আমার ভাই ওদের ঘরবাড়ি ভেঙে ফেলছে এমনটি টিপু থানায় অভিযোগ দিয়েছে এ ধরনের কোন প্রমান তারা দেখাতে পারবে না। এদিকে প্রকাশিত সংবাদের একাংশে উল্লেখ করা হয়েছে যে ,এন.ডি.ই স্ট্রিল ট্রাকচার লিঃ নামের স্থানীয় একটি কোম্পানীর কাছে টিপুর জমি বিক্রির তিরাশি লক্ষ টাকার চেক জালিয়াতি করে হাতিয়ে নেয় উপজেলা চেয়ারম্যান ।এই লেখাটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এন ডি ই কোম্পানির এজেন্ট আতাউর রহমান তিনি গনমাধ্যমকর্মীদের বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ।মূলত একজন সম্মানিত চেয়ারম্যানকে হেয় করতে এ নাটক সাজানো হয়েছে। টিপুর কোন জমি নেই তাহলে বিক্রি করবে কিভাবে এমনকি চেক জালিয়াতির তিরাশি লক্ষ টাকার বিষয়টি ও সম্পূর্ণ ভিত্তিহীন। এটা পূর্ব শত্রুতার জের ধরেই টিপুসহ কতিপয় সাংবাদিক একত্রিত হয়ে তাঁর বিরুদ্ধে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে বলে জানান উপস্থিত লোকজন। উল্লেখ্য গত কয়েকদিন আগে ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমনের উদ্যেগে এক স্বদেশী পণ্য মেলার আয়োজন করা হয় যেখানে অশালীন কর্মকাণ্ড করা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে সুশীল সমাজের লোকজন মেলা বন্ধ করার দাবি জানালে চেয়ারম্যান ও স্থানীয় সংসদ প্রশাসনিক সহায়তায় মেলাটি বন্ধ করে দেন।এতে করে সাংবাদিক সুমন ও সভাপতি কামালের গলাকাটা বানিজ্য বন্ধ হয়ে যায়। ফলশ্রুতিতে এর বিরুপ প্রতিক্রিয়া পড়ছে চেয়ারম্যানের উপর।এর জের ধরেই সুমন ও কামালের সহযোগিতায় প্রেসক্লাবে টিপু সংবাদ সম্মেলন করেছেন। এটা পুরোপুরি পূর্ব পরিকল্পিত সাজানো নাটক বলে দাবি করেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ।এ ব্যাপারে তিনি আইনি ব্যবস্থা নিবেন বলে ও জানান সাংবাদিকদের।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com