ঢাকা, ৩১ জানুয়ারী, ২০২৩ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১ বছর পূর্তি উপলক্ষে আগামী তিন ফেব্রুয়ারী শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মুজিবের বাংলাদেশ-বিমান হাফ ম্যারাথন ২০২৩’।
দেশি-বিদেশি প্রায় ২ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে আগামী ৩ ফেব্রুয়ারি রানার্স প্যারাডাইস খ্যাত হাতিরঝিল এলাকায় ভোর ৬ টা থেকে ২১ দশমিক ১ কিলোমিটার হাফ ম্যারাথন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
এদিন সকাল সাড়েটায় হাতিরঝিল এম্ফিথিয়েটারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম। ম্যারাথন প্রতিযোগিতার রেস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।
আগামী ১ ফেব্রুয়ারী ও ২ ফেব্রুয়ারী বিমানের প্রধান কার্যালয় বলাকায় রেস এক্সপো অনুষ্ঠিত হবে এবং প্রতিযোগিদের মধ্যে রেস কিট সরবরাহ করা হবে।
২০২২ সালেও বিমান জাকজমকপূর্ণভাবে হাফ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছিল।