এম আব্দুল লতিফ সিদ্দিকী।
ঢাকা,১৩ ফেব্রুয়ারি, পাবলিক সার্ভিসেস ইন্টারন্যাশনাল (পিএসআই) বাংলাদেশ শাখার উদ্যোগে ‘বৈশ্বয়িক ও জাতীয় অর্থনৈতিক নীতিমালা:প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সেমাবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৈশ্বয়িক ও জাতীয় অর্থনৈতিক নীতিমালা:প্রেক্ষিতবাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-(বিলষ)’র গবেষক মনিরুল ইসলাম খান।
পিএসআই ও জাতীয় ন্যাশনাল কো-অডিনেটর কমিটির নেতা মুজিবুর রহমানের পরিচালনায় ও আসাদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন সিডনির ওয়েস্টার্ণ বিশ্বাবদ্যালয়ের অধ্যাপক ড.আসাদুজ্জামান চৌধুরী, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নেতা বিশিষ্ট শ্রমিক নেতা আনোয়ার হোসেন, বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাকিল আখতার চৌধুরী, লেবার রাইটাস সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিলসের পরিচালক কোহিনূর মাহমুদ, পিএসআই’র নারী বিষয়ক টিটুলার নার্গিস জাহান প্রমুখ।
মতবিনিময় সভায় দেশের সেবামূলক সেক্টরে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করাসহ অর্থনৈতিক উন্নয়নে সবাইকে আরো সোচ্চার হওয়ার জন্য আহবান জানানো হয়। বিভিন্ন সেক্টরে চুক্তিভিত্তিক ও আইটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ প্রথা ট্রেড ইউনিয়ন ও শ্রমিক অধিকার এখন হুমকির মুখে। শ্রমিকরা যেন তাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার ফিরে পান সেই লক্ষ্যে সবাই আরো বেশি সোচ্চার হতে হবে। মতবিনিময় সভায় দেশের বিভিন্ন জেলা ও সেক্টারের প্রায় ৩০ জন ট্রেড ইউনিয়ন কর্মী উপস্থিত ছিলেন।