সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোণার বারহাট্টা উপজেলাকে 'ক' শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ,বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকদের সাথে যৌথ সভা বুধবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাসেম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুকনুজ্জামান,বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী,বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল হক, বারহাট্টা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা, সাবেক ডিএডি মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল,বাউসী ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শামসুল হক, সাহতা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চঞ্চল,বাউসী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম খান ছন্দু, চিরাম ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান চৌধুরী, সিংধা ইউপি চেয়ারম্যান নাসিম উদ্দিন তালুকদার প্রমূখ।