মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
মাহমুদুল হাসান
শ্রীনগরের বাড়ৈখালী ইউপির শ্রীধর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।২৪ ই ফেব্রুয়ারী রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় শ্রীধর পুর ডায়মন্ড মাঠে পুরস্কার বিতরনের পাশা -পাশি মরহুম মহিউদ্দিন আহমেদ মেধাবৃত্তি প্রদান করা হয়।শ্রীধর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, আবু জাফর বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য, মাকসুদুল আলম ডাবলু।লে,কর্ণেল খন্দকার ফারুক আহমেদ (বাংলাদেশ সেনাবাহিনী)।
বাড়ৈখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, হাজী মোঃ ফারুক হোসেন।বাড়ৈখালী ইউপি আওয়ামীলীগ সভাপতি,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইকবাল হোসেন মাস্টার, সাধারন সম্পাদক, আব্দুল মান্নান। সাবেক চেয়ারম্যান হাজী মোঃ সেলিম তালুকদার।নিউজিল্যান্ড প্রবাসী মোঃ মজিবুর রহমান খান বাবুল। উক্ত প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, মোঃ এখলাছ উদ্দিন। শ্রীনগর থানা ছাত্রলীগ সভাপতি মোঃ সৈকত হোসেন শাওন।বাড়ৈখালী ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন মাঝি। শ্রীনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সাগর হোসেন।
আবু সাঈদ,মোঃ শাহ আলমসহ স্হানীয় সম্মানিত ব্যক্তিগণ।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন বলেন, “লেখা পড়ার পাশা-পাশি শিশুদের মান সম্মত খেলা -ধোলায় পারদর্শী হয়ে উঠতে হবে,।তাদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলে জাতির পিতার সোনার বাংলা গঠনে এগিয়ে আসতে হবে”।