মোঃ মাসুদ আলম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলে চুনারুঘাটের স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, ও কৃষিসহ প্রতিটি খাতেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। সরকার জনগণের কল্যাণে উন্নয়ন করে যাচ্ছে।
এ প্রশংসনীয় ভূমিকায় দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। শনিবার (২৫ ফেব্রয়ারী) চুনারুঘাট ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেল প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
ডাঃ জয়ন্ত বনিক ও কৃষকলীগের সভাপতি মুজিবুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, আবিদা খাতুন,পৌর মেয়র সাইফুল আলম রুবেল।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মোঃ আব্দুস সাত্তার বেগ, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল হক, পৌর আওয়ামিলীগের সভাপতি মো: আবু তাহের মিয়া মহালদার,ইউপি চেয়ারম্যান মানিক সরকার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আনোয়ার আলী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: জামাল হোসেন লিটন,মূল্যায়ন কমিটির সমন্বয়ক ডাঃ শিশির কানু,উপ সহকারূ প্রানী সম্পদ কর্মকর্তা আলী আকবর ও মোহাম্মদ আলী দরবেশ।
প্রতিমন্ত্রী আরো বলেন, রাশিয়া- ইউক্রেন যুদ্ধে সারা বিশ্ব যখন টাল মাতাল তখন সময়ে দেশে কৃষিই সম্ভাবনার পথ দেখাচ্ছে, দেশের সকল ধাক্কা সামলে কৃষি বার বার ঘুরে দাঁড়িয়েছে, দেশের ধান, গম, ভুট্টা, আলু, সবজি ও উৎপাদনে শীর্ষ কাতারে উঠে এসেছে বাংলাদেশ।
দেশে কোন ঘাটতি হয়নি। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। পরে বিকেলে উপজেলার রামশ্রী সৈয়দ সামছুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।