বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন
নরসিংদীর প্রতিনিধি :
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খাঁনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। সোমবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, অত্যন্ত জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে হত্যার উদ্দেশ্যেই একটি সন্ত্রাসী চক্র পরিকল্পিতভাবে হামলা করেছে।
মসজিদ থেকে ফজরের নামায আদায় করে বাড়ি ফেরার পথে নিজ বাসভবনের গেটে তাকে গুলি করে সন্ত্রাসীরা। তিনি নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্ত্রাসীরা যতই শক্তিশালী হোক আইনের হাতকড়া পরা থেকে তাদের বাঁচার কোন পথ খোলা নেই।
অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পাশা-পাশি তিনি দেশের সকল উপজেলা চেয়ারম্যানদের নিরাপত্তার জন্য সরকার কর্তৃক ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়োগ প্রদানের আহবান জানান।
২৫ ফেব্রুয়ারী নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খাঁনেকে ভোরে নিজ বাড়ির গেটে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।